UPI-তে আসছে বিরাট পরিবর্তন ? জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ডিজিটাল লেনদেনের জগতে Unified Payments Interface বা ইউপিআই (UPI) একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সম্প্রতি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই লেনদেনকে আরও সুরক্ষিত ও ব্যবহারকারী-বান্ধব করতে একটি নতুন প্রযুক্তি নিয়ে ভাবনাচিন্তা করছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পিন নম্বরের বদলে ফেস রিকগনিশন বা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

নতুন প্রযুক্তি নিয়ে কেন ভাবনাচিন্তা?

বর্তমানে প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য ৪ বা ৬ সংখ্যার একটি পিন নম্বর ব্যবহার করতে হয়। অনেক সময় এই পিন মনে রাখা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য। এছাড়াও, পিন চুরি বা প্রতারণার ঝুঁকিও থেকে যায়। এই সমস্যাগুলি সমাধানের জন্যই NPCI বায়োমেট্রিক পদ্ধতির কথা ভাবছে।

কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি?

এই নতুন প্রযুক্তিতে, ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ফেস আইডি বা আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিয়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এর ফলে পিন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এটি কেবল লেনদেন প্রক্রিয়াকে দ্রুত করবে না, সুরক্ষাও বাড়াবে। কারণ, বায়োমেট্রিক ডেটা নকল করা প্রায় অসম্ভব।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন