UPI পরিষেবা বন্ধের ঘোষণা ভারতের সবথেকে বড় ব্যাঙ্কের ! জানুন কবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

upi , google pay , phone pay

Bangla News Dunia, Pallab : সময়ের সাথে প্রযুক্তির উন্নতি যেমন হয়েছে তেমনি বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। আর স্মার্টফোন আছে মানেই UPI মাস্ট। পকেটে ক্যাশ নিয়ে ঘুরে বাড়ানোর জামান পেরিয়ে আজকাল ছোট থেকে এবার সকলেই ইউপিআই ব্যবহার করছেন। এটা ব্যবহার করা যেমন সোজা তেমনি সুরক্ষিতও। পাড়ার মুদিখানার দোকান থেকে বড় শপিং মল সব জায়গাতেই ব্যবহার হচ্ছে এই সুবিধার। কিন্তু এবার জানা যাচ্ছে কাজ করবে না UPI। কিন্তু কেন? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আরো পড়ুন : দ্বাদশ পাসেই রেলে চাকরি ! ১১,২০০-র বেশি পোস্টে TC নিয়োগের বিজ্ঞপ্তি জারি

কাজ করবে না UPI

হটাৎ UPI কাজ করবে না এমন একটা ঘোষণা শোনার পর স্বাভাবিকভাবেই রীতিমত চমকে গিয়েছেন অনেকেই। কারণ আজকাল ছোট থেকে এবার প্রায় সমস্ত লেনদেনই UPI এর দৌলতে খুব সহজে করে অভ্যস্ত হয়ে  পড়েছেন সকলেই। এক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাঙ্ক HDFC এর তরফ থেকে সমস্ত গ্রাহকদের জানানো হয়েছে যে, রক্ষনাবেক্ষণের কারণেই কিছুক্ষণের জন্য UPI কাজ করবে না। কোন সময়ে? চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : ১৩,৭৬২ শূন্যপদে রুরাল ডেভেলপমেন্টে চাকরি ! ২২,৭৫০ টাকা থেকে বেতন শুরু

কবে ও কখন বন্ধ থাকবে UPI পরিষেবা?

HDFC ব্যাঙ্কের তরফ থেকে জানানো হচ্ছে, আগামী ৮ই ফেব্রুয়ারি রাত্রি ১২টা থেকে শুরু করে ভোর ৩টে পর্যন্ত কাজ করবে না। তাই এই এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকেরা কোনো ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন না। আসলে ইউপিআই সার্ভিস যাতে কোনো সমস্যা ছাড়া চালু রাখা যায় এর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষেণের প্রয়োজন পড়ে। তবে ব্যাঙ্কের তরফ থেকে চেষ্টা করা হয় যতটা সম্ভব গ্রাহকদের সুবিধা দিয়ে এই ধরণের কাজ করার। সেই কারণেই রাতের বেলায় যখন সবচেয়ে কম UPI ব্যবহার হয় তখনই এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন পরিষেবা ব্যাহত হবে?

UPI যে  শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ব্যবহার করা হ যায় তা কিন্তু নয়। আজকাল ক্রেডিট কার্ডেও ইউপিআই ফেসিলিটি পাওয়া যাচ্ছে। তাই কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে সেটা জেনে রাখা প্রয়োজন। এক্ষেত্রে ৮ই ফেব্রুয়ারি রাত্রি ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত HDFC ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রূপে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও মার্চেন্ট ইউপিআই কাজ করবে না বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন