UPI, ATM থেকে ন্যূনতম ব্যালেন্স ! বদলাতে চলেছে ব্যাংকের সব নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের ব্যাংকিং ব্যবস্থায় ১লা মে থেকে চালু হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে, তাদের এই নিয়মগুলি মানা অত্যন্ত জরুরী। হ্যাঁ, এই নতুন নিয়মে বদলাতে চলেছে এটিএম থেকে টাকা তোলার সীমা, ইউপিআই লেনদেনের চার্জ, অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত নিয়ম। চলুন জেনে নেওয়া যাক, এমন চারটি পরিবর্তন সম্পর্কে, যা আপনার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

এটিএম থেকে টাকা তোলার ফ্রি লিমিটে কাটছাঁট

আগে যেখানে মাসে পাঁচবার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত, এখন সেটি কমে দাঁড়াবে তিনবার। হ্যাঁ, বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন, তাদের জন্য এই পরিবর্তন সবথেকে গুরুত্বপূর্ণ।

তবে হ্যাঁ, হোম ব্রাঞ্চে আগের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এখন ২১ টাকা করে চার্জ দিতে হবে, যা আগে ছিল ২০ টাকা। পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে হয়তো কিছুটা ছাড় পেতে পারেন।

ইউপিআই লেনদেনে আসছে বড়সড় বদল

দিন দিন ইউপিআই ব্যবহারের হার বেড়ে যাওয়ার ফলে নতুন গাইডলাইনস আনছে NPCI এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাগু হচ্ছে অতিরিক্ত চার্জ। জানা যাচ্ছে, সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা এবার ১ লক্ষ টাকা করা হবে। 

পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু হচ্ছে ইউপিআই লাইট, যার সীমা করা হচ্ছে ২০০ টাকা। এছাড়া কোন দোকানে ২০০০ টাকার বেশি পেমেন্ট করতে গেলে ১.১% চার্জ দিতে হতে পারে। তবে বন্ধু বা পরিবারের মধ্যে টাকা পাঠাতে হলে কোন রকম চার্জ লাগবে না। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন