
UTS App: বর্তমান যুগে কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার অভ্যাস অনেকটাই বদলে গেছে। মেট্রো হোক বা লোকাল ট্রেন, এমনকি দূরপাল্লার যাত্রা—স্মার্টফোনের এক ক্লিকেই টিকিট বুকিং করতে পছন্দ করেন যাত্রীরা। এই ডিজিটাল যাত্রাকে আরও সুগম করতে ভারতীয় রেল বিভিন্ন সময়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় এবার একটি বড় পরিবর্তনের পথে হাঁটছে রেল মন্ত্রক। রেলের অত্যন্ত জনপ্রিয় ‘ইউটিএস’ (UTS) অ্যাপটি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। রেল বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের এবার টিকিট কাটার জন্য একটি মাত্র অ্যাপের ওপর নির্ভর করতে হবে, যার নাম ‘রেলওয়ান’ (RailOne)।
১ মার্চ থেকে বড় পরিবর্তন
রেল সূত্রে খবর, আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে আর কোনও অসংরক্ষিত (Unreserved) টিকিট কাটা যাবে না। অর্থাৎ, লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনের নিত্যযাত্রীরা যারা এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করতেন, তাঁদের অভ্যাস বদলাতে হবে। ইতিমধ্যেই অ্যাপটিতে বেশ কিছু পরিষেবা সীমিত করে দেওয়া হয়েছে। বর্তমানে ইউটিএস অ্যাপ ব্যবহার করে ট্রেনের মাসিক টিকিট বা মান্থলি সিজন টিকিট (MST) আর কাটা যাচ্ছে না। অ্যাপটি খুললেই যাত্রীদের ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বছরের শুরুতেই, অর্থাৎ ১ জানুয়ারি রেলের তরফে একটি বিবৃতি জারি করে এই নতুন নিয়মের কথা ঘোষণা করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
রেলের এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হলো পরিষেবা একীকরণ। এতদিন সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিটের জন্য আলাদা আলাদা অ্যাপ চালু ছিল। এতে অনেক সময় যাত্রীদের বিভ্রান্তিতে পড়তে হতো। রেল বোর্ড চাইছে, সমস্ত ধরনের টিকিট—সেটা প্ল্যাটফর্ম টিকিট হোক, লোকাল ট্রেনের অসংরক্ষিত টিকিট হোক কিংবা দূরপাল্লার সংরক্ষিত টিকিট—সবই যাতে একই ছাদের তলায় পাওয়া যায়। সেই উদ্দেশ্যেই ‘রেলওয়ান’ অ্যাপটিকে ঢেলে সাজানো হয়েছে। যদিও যাত্রীদের একাংশের দাবি, অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ইউটিএস যতটা সহজ এবং জনপ্রিয় ছিল, ‘রেলওয়ান’ অ্যাপটি আগে ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে রেল কর্তৃপক্ষ এই অ্যাপেই সমস্ত সুবিধা সংযুক্ত করে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চাইছে।
যাত্রীদের কী করতে হবে?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যারা এতদিন ইউটিএস অ্যাপ ব্যবহার করতেন, তাঁদের কি নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে? এই বিষয়ে রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে। যাত্রীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।
- লগ-ইন পদ্ধতি: যাঁদের ইউটিএস অ্যাপে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ‘রেলওয়ান’ অ্যাপে নতুন করে নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
- পাসওয়ার্ড: ইউটিএস অ্যাপের পুরনো আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই অনায়াসে ‘রেলওয়ান’ অ্যাপে লগ-ইন করা যাবে।
- ডেটা ট্রান্সফার: ব্যবহারকারীদের পুরনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় কাজ করবে।
ধীরে ধীরে অনলাইনে টিকিট কাটার প্রবণতা যে হারে বাড়ছে, তাতে একটি সমন্বিত অ্যাপ বা ‘সুপার অ্যাপ’ ব্যবহারের সিদ্ধান্ত রেলের আধুনিকীকরণের পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে যাত্রীদের এখন থেকেই নতুন অ্যাপের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।














