Bangla News Dunia, সুমিত দাস :- আমরা সকলেই ছোটবেলা থেকে বইতে বাস্তুতন্ত্র পরে এসেছি। সেখানে আমরা দেখেছি ফড়িং ঘাস খাচ্ছে , আর ফড়িং কে খাচ্ছে ব্যাঙ আর ব্যাঙকে খাচ্ছে সাপ। এটাই বাস্তুতন্তের নিয়ম বলে আমার জানি। আর নিজেরাও এটা সচক্ষে প্রমান পেয়েছি। বিভিন্ন সময় দেখেছি স্যাপ ব্যাঙ খাচ্ছে।
আরো পড়ুন :- গিরগিটির সোলোমোশন ভাইরাল ভিডিও , যা দেখে আপনি হাসতে বাধ্য
কিন্তু পৃথিবীযে সব সময় যে তার সঠিক নিয়ম মেনে চলবে তার কোনো কথা নেই। তার ব্যাতিক্রম তো হতেই পারে। এই রকমই একটি বিপরীত ঘটনা দেখা গোল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের ব্যাঙ একটি আস্ত সাপকে গিলে খাচ্ছে।
ভিডিওটি দেখা মাত্রই মানুষ অবাক হচ্ছে। আর তা দেখে অবাক হবারই কথা। মানুষ ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছে এবং দেখে এসেছে তার বিপরীত ঘটনা দেখলে তো অবাক হবারই কথা। ভিডিওটি ভারতীয় ফরেস্ট ডিপার্টমেন্টের এক অফিসার তার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করেছে।
আরো পড়ুন :- ট্রোলের মুখে পড়লেন এই কমেডিয়ান কপিল শর্মা।
Frog swallows a snake🙄
Everything is possible in food chain in the wild pic.twitter.com/yFJagDhUo5— Susanta Nanda (@susantananda3) November 24, 2020