Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এমন অদ্ভুত মাছ দেখেছেন আগে ? স্থানীয় লোকে নাম দিয়েছে ভূমিকম্পের মাছ। ২০১১ সালের সালের ভয়াবহ ভূমিকম্পের আগে এই ধরনের মাছ দেখা গিয়েছিল। আবার দেখা গেল ১৩ ফুট লম্বা সেই অদ্ভুত মাছ। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, তার ঠিক আগে এই মাছ ধরা পড়েছিল। স্থানীয়রা এই মাছকে ভূমিকম্প মাছ বলে।
সেই মাছের পুনরায় দেখা পাওয়া গেল। যে মাছের ছবি ভাইরাল হয়েছে, তেমন ছবি খুব একটা বিরল নয় ইন্টারনেটে। এই মাছগুলির নাম ওরফিশ। এই মাছ ধরা পড়েছে বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে। ফার্নান্দো কাভালিন এবং ডেভিড জাভেদোস্কি নামের দুজন উপকূলবর্তী এলাকা থেকে এই মাছ ধরেছেন। তবে ওই দুজন মাছটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। এরপর থেকে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে জল এতটা স্বচ্ছ যে, মাছটিকে দেখতে কোনও অসুবিধা হচ্ছে না। এমন একটি মাছের সঙ্গে ছবি তুলতে পেরে যে তাঁরা বেশ খুশি, তা তাঁদের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল। ১৯ জুলাই পোস্ট হওয়া ভিডিয়োটি প্রায় আড়াই হাজারের মতো ভিউ পেয়েছে।
মাছটি আকারে অনেক লম্বা, অনেকটা ঈল মাছের মত দেখতে। ২০১১ সালের জাপানের উপকূল থেকে এক লোকসঙ্গীত শিল্পী এই মাছ পেয়েছিলেন। তারপরেই হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। এরপর চলতি বছরে এই মাছ ধরা পড়েছিল কোয়ান্তানা রো অঞ্চলে, তার পর মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল। ফের সেই মাছ দেখা যাওয়ায় মানুষের মনের মধ্যে আবারও ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা জাগছে।
Highlights
1. এমন অদ্ভুত মাছ দেখেছেন আগে ?
2. স্থানীয়রা এই মাছকে ভূমিকম্প মাছ বলে
#Fish #ওরফিশ