Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চার মাসের বাছুরের বাঁট থেকে বের হচ্ছে দুধ ! ‘আজব’ ঘটনা ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকের ছাটগেন্দিগুড়িতে। ঘটনার কথা জানাজানি হতেই সেই বাছুরটিকে দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষ। গত কয়েকদিন ধরেই ওই গ্রামের বাসিন্দা বরকত আলি মণ্ডলের বাছুর দুধ দিতে শুরু করেছে। মাস চারেক আগে বাছুরটি জন্ম নিয়েছিল। অবশ্য সবই ঠিকঠাক ছিল। কয়েকদিন আগে থেকেই হঠাৎ করে ওই বাছুরের শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। বাছুরটির বাঁট থেকে দুধ বের হচ্ছে।
ঘটনায় বেজায় চিন্তায় পড়েছেন বরকত। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, “হঠাৎ করে দেখি দুধ বের হচ্ছে। চার মাসের বাছুরের ক্ষেত্রে এমনটা হওয়ার কথা নয়। তার পর একটা ডাক্তার ডেকেছিলাম। তিনি দেখে ভালো কোনো পশু চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন।বাছুরের কোনো রোগ হয়েছে। সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে।”
এই ঘটনার মধ্যে মজার কিছুই নেই বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, চার মাসের কোনো বাছুর দুধ দিতে পারে না। বাছুরের চিকিৎসা প্রয়োজন। তার সম্ভবত কোনো রোগ হয়েছে। তুফানগঞ্জ ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডা. তারকনাথ কর্মকার বলেন, “ঘটনা সচরাচর দেখা যায় না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। গোরুর দুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে”।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল