Vivacity Multi Speciality Hospital বিনামূল্যে ওপিডি, বিনামূল্যে এম্বুলেন্সের পরিষেবা দিয়ে সমাজের কল্যাণে কাজ করে চলেছে

By Bangla News Dunia Dinesh

Updated on:

স্বাস্থ্যই আমাদের সুখের মূল মন্ত্র, স্বাস্থ্যই আসল সম্পদ। যেই মানুষ নিরোগী বর্তমান সময়ে তার থেকে সুখী কেউ হতে পারে না। কারণ বর্তমান সময়ে ঘরে ঘরে প্রতিটি মানুষ কোনো না কোনো রোগে ভুগছে। যেই রোগ সাধারণত মানুষের হতো না বর্তমান সময়ে সেই রোগও মানুষের হচ্ছে। আর রোগ থেকে মুক্তি দিতে স্বাস্থ্যে কর্মী ও ডাক্তাদের বিরাট অবদান রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। এর জন্য আমরা সকলেই স্বাস্থ্যে কর্মী, ডাক্তার ও স্বাস্থ্যে সেবা প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ।

এরকমই এক সর্বসাধারণের সেবায় ব্রতী প্রতিষ্ঠানের একবছর পূর্তি উদযাপন হয়ে গেলো চলতি মাসের ১৫ই জুলাই। কলকাতার কাছে মধ্যমগ্রামের বুকে ঠিক একবছর আগে শুরু হয়েছিল Vivacity Multi Speciality Hospital এর পথচলা। যে পথচলায় কিছু প্রতিকূলতা থাকলেও সফলতার মাত্রাই বেশি ।

Vivacity Multi Speciality Hospital একটি ইউনিট Nephro Care India Limited এর । ২০২১ এ সল্টলেকে Nephro Care India Limited সর্বসাধারণের স্বাস্থ্য রক্ষার্থে এবং দেশের সেরা পরিষেবা দেওয়ার লক্ষ্যে পথচলা শুরু করেছিল। সেখান থেকেই কিছু সদস্য আর এক নতুন উদ্যোগ নেয় জনসেবার স্বার্থে যার নামই Vivacity মাল্টিস্পেশালিটি হসপিটাল ।

এই একবছরের সফলতা সম্পর্কে Vivacity – র প্রধান উদ্যোক্তা তথা চেয়ারম্যান ড: প্রতিম সেনগুপ্ত বলেন – ‘ গত একবছরে যতটা সফলতা পাওয়ার আশা রেখেছিলাম তার বেশি পেয়েছি, সাধারণ মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য, খালি এটাই চেয়েছি যে অর্থের কারণে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না থাকে, আর সেই চাওয়া পূরণ হচ্ছে আমরা সবাইকে পরিষেবা দিতে পারছি, Vivacity র একবছর হল ,আমার মনে হওয়া যে ২০০ বছর ও হবে এভাবেই ‘।

‘Your Health..Our mission..Always’ মন্ত্রে এগিয়ে চলা vivacity একবছরের পূর্তিতে তিনটি নতুন উদ্যোগের বিষয় সামনে এনেছেন। একটি উদ্যোগের নাম ‘SAMPARK’ যার দ্বারা Vivacity র আশেপাশে ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সমস্ত বাসস্থানে পৌঁছে যাবে এই প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা এবং তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে তাদের কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং কোন বিভাগের ডাক্তার দেখানো উচিত সেবিষয়ে অবগত করবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া হবে বিনামূল্যে, জনসাধারণের স্বার্থ রক্ষার্থে।

আর একটি উদ্যোগ হল ‘PRIVILAGE CARD’ এর, যে কার্ডের দ্বারা অর্থনৈতিক দিকে পিছিয়ে থাকা মানুষ বিভিন্ন টেস্ট এ বিশেষ ডিসকাউন্ট পাবে, বিনামূল্যে ওপিডি তে ডাক্তার দেখানোর সুযোগ পাবে এমনকি বিনামূল্যে এম্বুলেন্সের পরিষেবাও পাবে। সমাজে অর্থনীতিতে পিছিয়ে থাকা মানুষ যাতে স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে না থাকে তাই এই উদ্যোগ ।

Vivacity র আর একটি গুরুত্বপুর্ন উদ্যোগ হল Probe Bangladesh এর সাথে Nephro care India Limited এর মেলবন্ধন ঘটানো, যাতে বাংলাদেশের মানুষরাও সঠিক স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে। দুই বাংলার এই মেলবন্ধনের বিষয়ে Probe Bangladesh এর ডিরেক্টর তথা Vivacity র মার্কেটিং ডিরেক্টর বিপ্লব সেনগুপ্ত বলেন ‘ Nephro Care India Limited আর Probe Bangladesh এবং Vivacity একসাথে কাজ করবে এবং বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করবে ‘

উল্লেখ্য,Vivacity র নজর শুধুমাত্র হাসপাতালের রোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বহু দূরে থেকেও রোগীদের ওপর নজর রাখার এবং ট্রিটমেন্ট করার সুব্যবস্থাও রয়েছে এখানে। এই বিদেশ প্রচলিত ব্যবস্থা ভারতে সর্বপ্রথম সম্ভব হয়েছে Vivacity – র হাত ধরেই ।

সর্বোপরি, Vivacity Multi Speciality Hospital এভাবেই এগিয়ে যাবে জনসাধারণের কল্যাণে ব্রতী হয়ে, কখনও রোগীদের যোগার উপকারিতা সম্পর্কে সচেতন করে আবার কখনও বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে । জনসাধারণের সাথে তাদের এই পথচলা সর্বদা মসৃণ হোক এটাই কাম্য।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন