Voter Hearing Notice Name Check West Bengal 2026: ভোটার SIR হেয়ারিং নোটিশ আপনার নামে আসছে কিনা,চেক করুন অনলাইনে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার সার্ভিস পোর্টালে নতুন অপশন Submit Document Against Notice issued যুক্ত হলো।  এই অপশনের মাধ্যমে ভোটাররা জানতে পারবেন তাদের নামে Voter SIR হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা। “Submit Document Against Notice Issued” এর সহজ অর্থ হলো, নির্বাচন কমিশন আপনার ভোটার হওয়ার যোগ্যতা বা তথ্যের সত্যতা নিয়ে একটি প্রশ্ন তুলেছে এবং আপনাকে আপনার দাবির স্বপক্ষে প্রমাণপত্র (Documents) জমা দিতে হবে।

আগামী সপ্তাহ থেকেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ থাকা প্রায় ৯৫ লক্ষ ভোটারকে শুনানির আওতায় আনতে চলেছে নির্বাচন কমিশন।  ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে পুরনো নথির অমিল ধরা পড়ায় এই বিপুল সংখ্যক ভোটারকে ডাকা হচ্ছে শুনানিতে।

মূলত ভোটারদের নাম, বয়স ও পারিবারিক তথ্যের সঙ্গে আগের নথিতে থাকা তথ্যের অসঙ্গতি থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।  কমিশনের তরফে জানানো হয়েছে, তালিকার স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো বা ভুল তথ্য সংশোধনের উদ্দেশ্যেই এই যাচাই প্রক্রিয়া চালানো হবে।

এই শুনানির মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তথ্যের সত্যতা যাচাই করা হবে।  সব কিছু ঠিকঠাক থাকলে তাঁদের নাম ভোটার তালিকায় বহাল থাকবে, অন্যথায় সংশোধন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজকের প্রতিবেদনে দেখে নিন, আপনার ও পরিবারের বাকি সকল ভোটারের নামে এসআইআর হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে পড়ুন।

Voter SIR Hearing Notice Name Check 2026 West Bengal – ভোটার এসআইআর হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা, কিভাবে চেক করবেন দেখুন

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Sign Up এ ক্লিক করুন। পরবর্তী পেজে মোবাইল নম্বর, জিমেইল আইডি ও ক্যাপচার কোড উল্লেখ করে Continue এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মোবাইলে OTP আসবে, তা বসিয়ে ভেরিফাই করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে লগইন এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।

৪) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Submit Document Against Notice issued এই লেখায় ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে যে ভোটারের তথ্য অর্থাৎ SIR হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা জানতে চাচ্ছেন, তার ভোটার কার্ড নম্বর উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।

৬) পরবর্তী ধাপে ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক আছে, সেই নম্বরে OTP আসবে তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন।  যদি নোটিশ জারি হয়ে থাকে তাহলে নোটিশ দেখতে পারবেন।  আর না হয়ে থাকলে No Notice has been generated as on day.Please check after few days. এই লেখা দেখতে পারবেন।  এইভাবে কিছুদিন পর পর চেক করে দেখুন নোটিশ জারি হয়েছে কিনা, তা জানতে পারবেন।

Voter SIR Hearing Notice Name Check West Bengal Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন