Voter List Update: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ কাজ শুরু হতে চলেছে। মঙ্গলবার থেকেই রাজ্যের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, যেখানে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হবে। তবে, রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের সুবিধা থাকলেও, প্রযুক্তিগত কারণে তা এখনই চালু হচ্ছে না।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের অংশ। এর জন্য কমিশন ‘এসআইআর ম্যাপিং’-এর কাজ শুরু করেছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখার এই প্রক্রিয়ায় সোমবার পর্যন্ত প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্যে মিল পাওয়া গিয়েছে, যা রাজ্যের মোট ভোটারের ৩২.০৬ শতাংশ।
এসআইআর ম্যাপিং এবং নথি যাচাই
এসআইআর ম্যাপিংয়ের মূল উদ্দেশ্য হল, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারের তথ্যের সংযোগ স্থাপন করা। এক্ষেত্রে কোনও ভোটারের নাম বা তাঁর বাবা-মায়ের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কমিশন সূত্রে খবর, ম্যাপিংয়ের সময় যে ভোটারদের তথ্যে মিল পাওয়া যাবে, তাঁদের শুধুমাত্র এনুমারেশন ফর্ম পূরণ করলেই হবে। তাঁদের আলাদা করে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।
তবে, যে ভোটারদের তথ্যের সঙ্গে ২০০২ সালের তালিকার কোনও যথাযথ যোগসূত্র পাওয়া যাবে না, তাঁদেরকে নথি যাচাই করাতে হবে। যদিও রাজ্যের সমস্ত ভোটারের কাছেই এই এনুমারেশন ফর্ম পৌঁছাবে। সিইও দফতর সূত্রে খবর, রাজ্যের ২৯৪টি আসনে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের কাছে এই ফর্ম যাবে এবং এর জন্য দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হয়েছে।
কমিশনের প্রতিনিধিদলের সফর ও রাজনৈতিক প্রতিক্রিয়া
রাজ্যে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে বুধবার দিল্লি থেকে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল রাজ্যে আসছে। এই দলে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। তাঁরা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গিয়ে বিএলও-দের কাজ পর্যালোচনা করবেন।
এদিকে, এসআইআর ঘিরে রাজ্যবাসীর একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ। এই আতঙ্কের প্রতিবাদে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার কলকাতার রাস্তায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে শেষ হবে।
ভোটার তালিকা সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়ার সময়সূচি
- বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম প্রদান: মঙ্গলবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর।
- দাবি ও অভিযোগ জানানোর সময়: ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি।
- অভিযোগ খতিয়ে দেখার কাজ: ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি।
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, অনলাইন প্রক্রিয়াটি একটি বাড়তি সুবিধা। প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করে দু-এক দিনের মধ্যেই এই পরিষেবা চালু করার চেষ্টা চলছে।














