Voter SIR ফর্ম পূরণে নতুন নিয়মাবলি দিলো নির্বাচনী আধিকারিক! বাংলা ও ইংরেজি দুই ভাষায় ফিলাপ করতে হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার এসআইআর (Voter SIR) ফর্ম বিলি, ইতিমধ্যেই অনেক ভোটার তাদের গণনা ফর্ম পূরণ করে জমাও করেছেন BLO এর কাছে। ঠিক তার মাঝেই আজ ভোটার এসআইআর ফর্ম পূরণ করার নতুন নির্দেশাবলি দিলো মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

ভোটার SIR অফলাইন ফর্ম পূরণ করার সময় মানতে হবে, বেশ কিছু নিয়ম। এর আগে জানিয়ে দেওয়া হয়েছিল, বাবা – মা ও ঠাকুমা – ঠাকুরদার নাম ২০০২ সালের ভোটার লিস্টে কিংবা অন্য রাজ্যের শেষ SIR এর ভোটার লিস্টে থাকলে নিচের বক্স গুলো ফিলাপ করা যাবে। এবার নতুন আপডেট অনুযায়ী বাবা / মা / ঠাকুমা ও ঠাকুরদার নামের পাশাপাশি মায়ের বাবা ও মায়ের নাম ও দেওয়া যাবে অর্থাৎ দাদু / দিদিমার নাম ও ২০০২ সালের লিস্টে থাকলে তা উল্লেখ করা যাবে।

আজ পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গণনা ফর্ম ফিলাপের নমুনা ফর্ম প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, বাংলাতে ফর্ম পূরণ করার পাশাপাশি ইংরেজিতে লিখতে হবে প্রতিটি পয়েন্ট। উদাহারন – আধার কার্ড নাম্বার – ০০০০ ১১১১ ০০০০ ১১১১ (0000 1111 0000 1111)। অর্থাৎ ফর্মটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় পূরণ করতে হবে ভোটারদের।

ভোটার এসআইআর ফর্ম পূরণের শেষ তারিখ আগামী ৪ঠা ডিসেম্বর। এরপর ৯ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যদি কোনো ভোটারের নাম সেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ যায়, তাদের ৯ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ এই সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এরপর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ প্রকাশ হবে ৭ই ফেব্রুয়ারী।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন