Voter SIR 2025: কি কি ডকুমেন্ট থাকলে আপনার নাম ভোটার SIR থেকে নাম বাদ যাবে না,দেখুন লিস্ট! 2002 Voter List

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

West Bengal Voter SIR Documents List 2025: ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার এসআইআর (Voter SIR 2025) এর ফরম ফিলাপ। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি BLO-রা এসে ভোটার এসআইআর ফরম বিলি করবেন, এরপর উপযুক্ত ডকুমেন্টস সহকারে ভোটারদের, ফর্ম পূরণ করে জমা করতে হবে BLO এর কাছে। যে সকল ভোটার সঠিক নথি জমা করতে পারবেন না, তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট (West Bengal Final Voter List 2026) থেকে বাতিল হয়ে যাবে।

ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনার ও আপনার বাবা ও মায়ের কি কি ডকুমেন্টস লাগবে? আর ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে অতিরিক্ত কোনো ডকুমেন্ট দরকার পরবে কিনা! বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।

যে সকল ভোটারের জন্ম ০১/০৭/১৯৮৭ সালের আগে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে?

যে সকল ভোটারের ভারতে জন্ম ০১/০৭/১৯৮৭ সালের আগে, তাদের শুধুমাত্র নিজের একটি ডকুমেন্টস লাগবে। সেটি জন্মের প্রমান পত্র কিংবা বসবাসের প্রমাণপত্রের মধ্যে একটি ডকুমেন্টস জমা করতে হবে। নিম্নে আলোচনা করা হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে। আর ০১/০৭/১৯৮৭ সালের আগে ভারতে জন্ম গ্রহন করেছেন ও ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে অতিরিক্ত ডকুমেন্ট এর দরকার পরবে না, শুধুমাত্র ২০০২ সালের ভোটার লিস্টে যেই পেজে নাম রয়েছে, তার জেরক্স জমা করতে হবে।

যে সকল ভোটারের জন্ম ০১/০৭/১৯৮৭ সাল থেকে ০২/১২/২০০৪ সালের মধ্যে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে?

আপনার জন্ম যদি ভারতে হয়ে থাকে ০১/০৭/১৯৮৭ সাল থেকে ০২/১২/২০০৪ সালের মধ্যে, তাদের ভোটার এসআইআর ফর্মে আপনার নিজের একটি ডকুমেন্ট ও আপনার বাবা কিংবা বা মা – দু’জন ব্যক্তির যেকোনো একজন ব্যক্তির একটি ডকুমেন্ট জমা করতে হবে। আর আপনার নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে সেই পেজের জেরক্স জমা করতে হবে ও বাবা বা মায়ের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে (2002 Voter List West Bengal) থাকে, তাহলে সেই পেজের জেরক্স জমা করলেও হয়ে যাবে, অতিরিক্ত ডকুমেন্ট দরকার নাও পরতে পারে।

আপনার জন্ম যদি ভারতে ০২/১২/২০০৪ সালের পরে হয়ে থাকে, তাহলে কি কি ডকুমেন্ট লাগবে?

যেসকল ভোটারের জন্ম ০২/১২/২০০৪ সালের পরে, তাদের ৩ টি ডকুমেন্ট লাগবে। একটি নিজের ডকুমেন্ট, আর একটি বাবার ডকুমেন্ট ও অপর আর একটি মায়ের ডকুমেন্ট। নিম্নে উল্লেখিত ডকুমেন্ট এর মধ্যে যেকোনো একটি করে ডকুমেন্ট জমা করতে হবে। নিজের, বাবার ও মায়ের একটি করে ৩ টি নথি কমপক্ষে। আর বাবা ও মায়ের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে (West Bengal 2002 Voter List) থাকে, তাহলে সেই পেজের জেরক্স জমা করলে অতিরিক্ত ডকুমেন্ট জমা নাও করতে হতে পারে।

ভোটার SIR এ কি কি ডকুমেন্টস বৈধ, কি কি ডকুমেন্টস SIR ফর্মে জমা করা যাবে, দেখুন লিস্ট –

১) কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর পরিচয়পত্র/পেনশন পেমেন্ট অর্ডার।
২) ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা সরকারি প্রতিষ্ঠানের দেওয়া যেকোনও পরিচয়পত্র বা নথি।
৩) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া জন্ম শংসাপত্র।
৪) পাসপোর্ট।

৫) স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মাধ্যমিক বা তার উপরের শিক্ষাগত শংসাপত্র।
৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র।
৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট।
৮) যোগ্য কর্তৃপক্ষের দেওয়া জাতিগত (OBC/SC/ST) শংসাপত্র।
৯) যেখানে প্রযোজ্য, নাগরিকদের ন্যাশনাল রেজিস্টার (NRC)।
১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের প্রস্তুত করা পারিবারিক নিবন্ধনপত্র (Family Register)।
১১) সরকারের দেওয়া জমি বা বাড়ি বরাদ্দ সংক্রান্ত শংসাপত্র।
১২) আধারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ (চিঠি নং 23/2025-ERS/Vo.II, তারিখ 09.09.2025) প্রযোজ্য হবে।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক – 

ক্রমিক নং জেলার নাম ডাউনলোড লিংক
বাঁকুড়া Download
বীরভূম Download
কোচবিহার Download
দক্ষিণ চব্বিশ পরগনা Download
দার্জিলিং Download
হুগলি Download
হাওড়া Download
জলপাইগুড়ি Download
ঝাড়গ্রাম Download
১০ কলকাতা উত্তর Download
১১ মালদা Download
১২ মুর্শিদাবাদ Download
১৩ নদীয়া Download
১৪ উত্তর চব্বিশ পরগনা Download
১৫ পূর্ব বর্ধমান Download
১৬ পূর্ব মেদিনীপুর Download
১৭ পশ্চিম মেদিনীপুর Download
১৮ পুরুলিয়া Download
১৯ উত্তর দিনাজপুর Download
২০ দক্ষিণ দিনাজপুর Download
২১ কলকাতা দক্ষিণ Download

 

২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড অফিসিয়াল পোর্টাল লিংকঃ- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন