যোধপুর : রাজস্থানের (Rajasthan) যোধপুর জেলে লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) সঙ্গে বুধবার দেখা করেন তাঁর আইনি পরামর্শদাতা রিতম খারে। এর কিছুক্ষণের মধ্যে সোনমকে মুক্ত করতে আইনি লড়াইয়ে গতি আনার ইঙ্গিত দিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।
তিনি জানান, গ্রেপ্তারির পর সোনম ওয়াংচুক নিজের লক্ষ্যের প্রতি অনেক বেশি অবিচল। লাদাখের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন তিনি। গীতাঞ্জলির দাবি, সরকার আইনি পদক্ষেপ করলেও সোনমের ‘আত্মা অটল’ রয়েছে। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘সোনমের গ্রেপ্তারির নির্দেশকে আমরা চ্যালেঞ্জ করব। তাঁর মনোবল অটুট রয়েছে। তিনি প্রতিশ্রুতি পালনের ব্যাপারে অটল। তাঁর স্থিতিশীলতা অক্ষুণ্ণ। তিনি সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।’