WB Govt Employees: পে কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর! মহা সমাবেশ, নবান্ন অভিযানের হুঁশিয়ারি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WB Govt Employees: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং নতুন পে কমিশনের দাবিতে ফের আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি এক বার্তায় রাজ্য সরকারের প্রতি কঠোর অবস্থান এবং আগামী দিনের আন্দোলনের স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের ক্ষোভ এবার এক বৃহত্তর আন্দোলনের আকার নিতে চলেছে।

বকেয়া ডিএ ও পে কমিশনের বর্তমান পরিস্থিতি

রাজ্যে বর্তমানে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ পাহাড়প্রমাণ। ভাস্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী, স্থায়ী কর্মচারী এবং পেনশনারদের প্রায় ৪০ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। সময়ের সাথে সাথে এই বকেয়ার বোঝা আরও ভারী হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তাদের কর্মীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছে এবং আসাম সরকারও তাদের সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে। প্রতিবেশি রাজ্য এবং কেন্দ্রের এই পদক্ষেপের বিপরীতে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। তারা রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।

আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী ও সময়সীমা

রাজ্য সরকারের নীরবতা ভাঙতে এবং দাবি আদায়ে সংগঠনটি ধাপে ধাপে আন্দোলনের পরিকল্পনা নিয়েছে। আগামী ২৭শে জানুয়ারি, ২০২৬ তারিখে কলকাতার বুকে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

নিচে আন্দোলনের প্রধান কর্মসূচীগুলি ছকের মাধ্যমে তুলে ধরা হলো:

কর্মসূচীর নাম সময়/তারিখ স্থান/বিবরণ
ব্লক ও জেলা ডেপুটেশন চলমান প্রক্রিয়া রাজ্যের প্রতিটি ব্লক, সাব-ডিভিশন ও জেলায় ডেপুটেশন জমা।
মহাসমাবেশ ২৭শে জানুয়ারি, ২০২৬ (দুপুর ১২টা) শহীদ মিনার ময়দান, কলকাতা।
নবান্ন অভিযান ফেব্রুয়ারি মাসের ১ম বা ২য় সপ্তাহ দাবি পূরণ না হলে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ।

সরকারের কাছে তিন দফা দাবি

সংগ্রামী যৌথ মঞ্চ আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে ফেলার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের প্রধান তিনটি দাবি হলো:

১. বকেয়া ডিএ প্রদান: অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।
২. শূন্যপদ পূরণ: সরকারি দপ্তরে যে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে, সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৩. চাকরিপ্রার্থীদের নিয়োগ: দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি

ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, সংগঠন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। কিন্তু সরকার যদি ২৭শে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, এই কর্মসূচীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ওপর বর্তাবে।

এরপরেও যদি সরকারের টনক না নড়ে, তবে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের (Indefinite Strike) ডাক দেওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, সরকার তাদের বাধ্য করলে তারা কঠোরতম পথ বেছে নিতে পিছপা হবে না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন