WB Govt Job: রাজ্য সরকারের বিভিন্ন ডিরেক্টরেটে কর্মরত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) বা লোয়ার ডিভিশন ক্লার্কদের (LDC) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দপ্তরের কমন ক্যাডার উইং থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডিরেক্টরেটের অধীনস্থ এলডিএ বা এলডিসি-রা এবার সেক্রেটারিয়েট কমন ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু
অর্থ দপ্তরের ২০১৯ সালের ২৪ জানুয়ারির বিজ্ঞপ্তি নম্বর ৬৬২-এফ(পি২) অনুযায়ী, ডিরেক্টরেটে কর্মরত এলডিএ/এলডিসি-দের সেক্রেটারিয়েট কমন ক্যাডারে নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল। সেই মর্মে ২রা জানুয়ারি, ২০২৬ তারিখে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি (No. 01-PAR(CCW) A-2/13) প্রকাশ করেছে।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেক্রেটারিয়েট কমন ক্যাডারের অধীনস্থ সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা ডিরেক্টরেটগুলিতে কর্মরত যোগ্য এবং ইচ্ছুক এলডিএ/এলডিসি-দের নাম কমন ক্যাডার উইংয়ে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ ও নিয়মাবলি
ইচ্ছুক কর্মীদের প্রয়োজনীয় নথিপত্র এবং পূরণ করা ফরম্যাট-এ (Format-A) আগামী ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। তবে মনে রাখবেন, এই সুযোগ শুধুমাত্র ডিরেক্টরেটের সদর দপ্তরে কর্মরত কর্মীদের জন্য প্রযোজ্য। ডিরেক্টরেটের অধীনস্থ রিজিওনাল অফিস বা আঞ্চলিক অফিসের কর্মীরা এই আবেদনের যোগ্য নন ।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি অ্যাটেস্টেড বা প্রত্যায়িত করে জমা দিতে হবে:
- সার্ভিস বুকের তৃতীয় পৃষ্ঠার অনুলিপি।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র।
- নিয়োগপত্র (Appointment Letter), জয়েনিং লেটার এবং কনফার্মেশন অর্ডারের অনুলিপি।
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- যথাযথভাবে পূরণ করা ফরম্যাট-এ (Format-A) এবং ঘোষণা পত্র (Declaration)।
গুরুত্বপূর্ণ শর্তাবলী
আবেদন করার আগে কর্মীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে:
- একবার সেক্রেটারিয়েট কমন ক্যাডারে নিয়োগের আদেশ প্রকাশিত হয়ে গেলে, পুনরায় ডিরেক্টরেটে ফিরে আসার (Reversion) আর কোনো সুযোগ থাকবে না।
- ফরম্যাট-এ এবং উইলিংনেস বা সম্মতিপত্র একবার জমা দেওয়া হয়ে গেলে তা চূড়ান্ত বলে গণ্য হবে এবং পরিবর্তন করা যাবে না।
- ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে নিয়োগের আদেশ বের হওয়ার পর আর অনিচ্ছা প্রকাশ করা যাবে না।
ফরম্যাট-এ তে কর্মীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ, কনফার্মেশনের তারিখ এবং বিগত তিন বছরের (০১.০১.২০২১ থেকে ৩১.১২.২০২৪) উপস্থিতির হারের তথ্য উল্লেখ করতে হবে। এছাড়া কর্মীর বিরুদ্ধে কোনো ভিজিলেন্স কেস বা সিনিয়রিটি নিয়ে কোনো মামলা চলছে কিনা, তাও জানাতে হবে ।
যোগ্য কর্মীরা অবিলম্বে তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অফিস প্রধানের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।














