অবশেষে কি প্রকাশিত হলো এসআইআর (SIR)–এর খসড়া ভোটার তালিকা? আপনি ২টি ওয়েবসাইট ও ১টি মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করেই Voter SIR Draft List নিজে থেকে চেক করতে পারবেন।
ভোটার এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। তাই ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো – খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা যাচাই করা।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে অনলাইনে খসড়া ভোটার তালিকা চেক করবেন এবং আপনার নাম লিস্টে রয়েছে কিনা নিশ্চিত করবেন।
গতকাল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) অফিসিয়াল পোর্টালে খসড়া ভোটার তালিকা (Voter Cancel Draft Roll PDF Download) থেকে বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টাল থেকে ভোটাররা নিজ নিজ জেলার নাম, বিধানসভা কেন্দ্র এবং বুথ বা পার্ট নম্বর নির্বাচন করে সহজেই PDF ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারবেন – কাদের নাম ওই বুথের ভোটার তালিকা থেকে বাদ গেছে।
SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, কোথায়, কীভাবে দেখবেন আপনার নাম দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল কিংবা পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর ভোটাররা তাদের জেলা, বিধানসভা ও ভোট কেন্দ্র উল্লেখ করে সহজেই লিস্টে নাম চেক করতে পারবেন।
৩) এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Search Your Name In Draft Roll – এখানে ক্লিক করে ভোটার কার্ড নম্বর উল্লেখ করে নাম দেখতে পারবেন।
৪) ভোটার সার্ভিস পোর্টাল থেকে Download SIR Draft Roll এ ক্লিক করে জেলা, বিধানসভা ও বুথ সিলেক্ট করে সম্পূর্ণ বুথের PDF Draft Roll ডাউনলোড করেও নাম চেক করতে পারবেন।
| সমস্ত জেলার খসড়া ভোটার লিস্ট ডাউনলোড লিংক | |
|---|---|
| খসড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download Link – 1 |
| খসড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download Link – 2 |
আরও পড়ুনঃ – খসড়া ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ গেলো বিধানসভা ও বুথ ভিত্তিক লিস্ট ডাউনলোড করুন
ভোটাররা অনলাইনের পাশাপাশি বুথ লেভেল অফিসার (BLO), BLA ও জেলা প্রশাসন দপ্তর ও বিডিও অফিস থেকেও তাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তা জানতে পারবেন।











