WBBSE Exam Schedule 2026: ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের! বড় আপডেট পড়ুয়াদের জন্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WBBSE Exam Schedule 2026: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সমস্ত স্বীকৃত স্কুলের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। সম্প্রতি পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত স্কুলগুলির প্রধানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় মূলত ২০২৬ সালের তিনটি সামেটিভ ইভ্যালুয়েশন (Summative Evaluation) এবং ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার (Selection Test) নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়নের নিয়মাবলী

পর্ষদের নির্দেশিকায় পরীক্ষা পরিচালনার পাশাপাশি প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও স্কুলগুলিকে কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিকে নিজেদেরই প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং প্রতিটি প্রশ্নপত্রের উপরে সংশ্লিষ্ট স্কুলের নাম উল্লেখ থাকা বাধ্যতামূলক।

পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নপত্র তৈরির সময় পর্ষদ নির্ধারিত সিলেবাস এবং নম্বর বিভাজন (Mark Distribution) হুবহু মেনে চলতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া নমুনা প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করা বাঞ্ছনীয়। এছাড়া, প্রশ্নপত্র তৈরির সময় ‘লার্নিং আউটকাম’ বা শিখন ফলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, সারা বছর শিক্ষার্থীরা যা শিখেছে, তার প্রতিফলন যেন মূল্যায়নে ঘটে।

প্রধান শিক্ষকদের দায়িত্ব ও নজরদারি

স্কুল প্রধানদের এই বিষয়টিতে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও স্কুল পর্ষদের এই নীতি লঙ্ঘন করে, তবে সেই স্কুলের প্রধানকে জবাবদিহি করতে হবে। এছাড়াও, পর্ষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনও ছুটির দিনে (Sectional Holidays) কোনওভাবেই সামেটিভ বা সিলেকশন টেস্টের আয়োজন করা যাবে না।

২০২৬ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি

২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দশম শ্রেণির টেস্ট পরীক্ষার সময়সীমা নিচে দেওয়া হলো:

পরীক্ষার নাম শ্রেণি নির্ধারিত সময়সীমা
প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন (1st Summative) ষষ্ঠ – দশম ১লা এপ্রিল, ২০২৬ – ১১ই এপ্রিল, ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় সামেটিভ ইভ্যালুয়েশন (2nd Summative) ষষ্ঠ – দশম ১লা আগস্ট, ২০২৬ – ১২ই আগস্ট, ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।
তৃতীয় সামেটিভ ইভ্যালুয়েশন (3rd Summative) ষষ্ঠ – নবম ১লা ডিসেম্বর, ২০২৬ – ১১ই ডিসেম্বর, ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।
মাধ্যমিক সিলেকশন টেস্ট (Selection Test), ২০২৭ দশম ১৭ই নভেম্বর, ২০২৬ – ৩০শে নভেম্বর, ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

এই সময়সূচি মেনে চলা রাজ্যের সমস্ত মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সিলেবাস সময়মতো শেষ করার লক্ষ্যে এই আগাম দিনক্ষণ ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Source [PDF]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন