WBBSE Leave Rules: মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের CCL ও প্যাটার্নিটি লিভের নিয়মে বড় বদল! জানুন পর্ষদের নতুন নির্দেশিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

WBBSE Leave Rules: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। ১০ই নভেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ (CCL) এবং প্যাটার্নিটি লিভ (Paternity Leave) সংক্রান্ত নতুন নিয়মাবলী স্পষ্ট করা হয়েছে। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে, বিশেষ করে যেগুলি পরীক্ষার কেন্দ্র বা ভেন্যু হিসেবে কাজ করবে।

কেন্দ্র ও ভেন্যু স্কুলের জন্য বিশেষ নিয়মাবলী

পর্ষদ জানিয়েছে, যে সমস্ত বিদ্যালয় মাধ্যমিক ২০২৬ পরীক্ষার কেন্দ্র বা ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে, সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের CCL বা প্যাটার্নিটি লিভ (PL) পাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। এই নিয়মগুলি শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতির জন্যই প্রযোজ্য।

  • কারা ছুটি পাবেন: শুধুমাত্র সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা এই বিশেষ ছুটি পাবেন, যাঁদের সন্তান ২০২৬ সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
  • আবেদনের প্রধান শর্ত: আবেদনকারীকে লিখিতভাবে একটি ঘোষণা (declaration) জমা দিতে হবে যে তাঁর স্বামী বা স্ত্রী একই কারণে এই ছুটি নিচ্ছেন না। অর্থাৎ, সন্তানের পরীক্ষার জন্য বাবা-মা দু’জনেই একসঙ্গে ছুটি নিতে পারবেন না।
  • প্রয়োজনীয় নথি: আবেদনের সঙ্গে সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড অথবা স্কুল আইডেন্টিটি কার্ডের একটি কপি অবশ্যই জমা দিতে হবে।
  • আবেদনের সময়সীমা: ছুটি শুরু হওয়ার কমপক্ষে তিন সপ্তাহ আগে স্কুলের ম্যানেজিং কমিটির কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

ছুটির অনুমোদন প্রক্রিয়া

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তানের পরীক্ষার কারণে CCL বা PL-এর ক্ষেত্রে ছুটির আবেদন অনুমোদনের জন্য পর্ষদের কাছে পাঠানোর কোনো প্রয়োজন নেই। স্কুলের ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটরই উপরে উল্লিখিত শর্তগুলি খতিয়ে দেখে ছুটি মঞ্জুর করতে পারবে।

তবে, যদি এই ছুটির কারণে স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মীর অভাব দেখা দেয়, তবে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে জেলা পরিদর্শক বা ডি.আই. (DI)-কে জানাতে হবে। সেক্ষেত্রে, ডি.আই. মহাশয় নন-ভেন্যু বা পরীক্ষায় অংশ না নেওয়া স্কুলগুলি থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের (allotment) ব্যবস্থা করবেন যাতে পরীক্ষা পরিচালনায় কোনো সমস্যা না হয়।

সন্তান পরীক্ষার্থী, কিন্তু শিক্ষক ডিউটিতে

বিজ্ঞপ্তিতে একটি বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যদি ভেন্যু স্কুলে কর্মরত কোনো শিক্ষকের সন্তান মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থী হন, কিন্তু তিনি নিজে ছুটি না নেন (সম্ভবত তাঁর স্ত্রী বা স্বামী ছুটি নিয়েছেন), তবে তিনি পরীক্ষার ডিউটি করতে পারবেন। তবে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য তাঁর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।

তাঁকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কাজগুলি থেকে বিরত রাখা হবে:

  • স্ট্রং রুমে (Strong Room) প্রবেশ করা।
  • প্রশ্নপত্র খোলা বা তা পরিচালনা (handling of question papers) করা।
  • পরীক্ষা হলে পরিদর্শকের (Invigilator) দায়িত্ব পালন করা।

অন্যান্য জরুরি নির্দেশিকা

পর্ষদ আরও কয়েকটি বিষয় স্পষ্ট করেছে যা সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মীর জেনে রাখা প্রয়োজন।

  • খাতা দেখার দায়িত্ব: কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী CCL বা PL-এ থাকলেও, যদি তাঁর উপর মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের (script checking) দায়িত্ব পড়ে, তবে সেই দায়িত্ব তাঁকে অবশ্যই পালন করতে হবে।
  • অন্যান্য কারণে CCL/PL: সন্তানের পরীক্ষা ছাড়া অন্য কোনো কারণে (যেমন সন্তানের অসুস্থতা) যদি CCL বা PL-এর প্রয়োজন হয়, অথবা স্কুল ভেন্যু নয় কিন্তু সন্তান পরীক্ষার্থী, সেক্ষেত্রে আবেদনটি অবশ্যই অনুমোদনের জন্য পর্ষদের কাছে পাঠাতে হবে।
  • অন্যান্য ছুটি প্রসঙ্গে আবেদন: পর্ষদ সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মীর কাছে একটি “মানবিক আবেদন” জানিয়েছে যে, মাধ্যমিকের মতো একটি বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, খুব জরুরি প্রয়োজন না হলে এই সময়ে যেন ক্যাজুয়াল লিভ (CL) বা মেডিকেল লিভের মতো অন্য কোনো ধরনের ছুটি না নেওয়া হয়।

এই নতুন নিয়মাবলী আগামী মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন