WBP Constable Result 2025 Check Link: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট ২০২৫ চেক লিংক দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে WBP Constable Result 2025 প্রকাশ করেছে। এই রেজাল্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১১,৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

উল্লেখ্য, এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩০ নভেম্বর, ২০২৫ তারিখে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট পিডিএফ ডাউনলোড করে নিজেদের রোল নম্বর মিলিয়ে দেখতে পারবেন যে তারা নির্বাচিত হয়েছেন কি না।

রেজাল্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে শারীরিক সক্ষমতা সংক্রান্ত পরীক্ষার জন্য। এই ধাপগুলোর মধ্যে রয়েছে PMT (Physical Measurement Test), PET (Physical Efficiency Test) এবং Interview (সাক্ষাৎকার)।

এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্তভাবে প্রার্থীদের নিয়োগ সম্পন্ন করা হবে। পরবর্তী ধাপের পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানতে প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WBP Constable Result 2025 Check Link – রেজাল্ট কীভাবে দেখবেন?

১) সর্বপ্রথম আপনাকে West Bengal Police Recruitment Board এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Written Result এ ক্লিক করুন ও পরবর্তী পেজে Recruitment Post Of Constable 2024 এটা সিলেক্ট করুন।

৩) এরপর পরবর্তী পেজে Result of written examination এর পাশে থাকা Get Details এ ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী পেজে Application SL No, DOB ও জেলা উল্লেখ করে সার্চে ক্লিক করে রেজাল্ট দেখে নিন।

WBP Constable Exam Result 2025 Check Link:- Click Now

WBP List of candidates shortlisted for PMT & PET PDF Download Link:– PDf Download Now

Website Link:- Click 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন