WBPSC : প্রকাশিত হল গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল, এক্ষুণি চেক করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

wbcs-vs-upsc-

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ফের এক বড় আপডেট নিয়ে আসা হল! পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে।( WBPSC Result 2025)। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফলাফল এখন অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in -এ উপলব্ধ রয়েছে । এই সংক্রান্ত বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন। 

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

এক ঝলকে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে আপনি কী কী জানতে পারবেন

  • কীভাবে ফলাফল চেক করবেন?
  • নির্বাচনের পরবর্তী ধাপ?
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা সংক্রান্ত তথ্য?
  • ভবিষ্যতের প্রস্তুতির টিপস?

সংশ্লিষ্ট পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ

  • পরীক্ষার নাম: WBPSC Audit and Accounts Service Exam
  • পরীক্ষা দিনক্ষণ: ৬ থেকে ১৩ অক্টোবর ২০২৩
  • ফল প্রকাশের তারিখ: এপ্রিল ২০২৫
  • রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in

ফলাফল কীভাবে দেখবেন? নিচে Step-by-Step গাইড দেওয়া হল

১. আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজারে গিয়ে নিচের দেওয়া ওয়েবসাইট লিঙ্ক টাইপ করবেন
২. টাইপ করুন – https://psc.wb.gov.in
৩. এরপর হোমপেজে “Audit and Accounts Service Result 2025” শিরোনামের লিঙ্কে ক্লিক করুন
৪.এরপর পিডিএফ ফাইল খুলে যাবে
৫. তারপর আপনার রোল নম্বর বা নাম দিয়ে তালিকায় সার্চ করুন
৬. সিলেক্টেড হলে “Qualified” বা “Shortlisted” স্ট্যাটাস দেখতে পাবেন
৭. রেজাল্টটি ডাউনলোড করে PDF ফরম্যাটে সেভ করে রাখুন ভবিষ্যতের জন্য

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন