Bangla News Dunia, Pallab : WBSSC 2nd SLST পরীক্ষার প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ হলো। আজ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হলো, পরীক্ষার্থীরা তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির উভয় স্তরের পরীক্ষার্থীরা এখন নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
WBSSC অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া / WBSSC SLST Admit Card Download Process:
১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর লগইন এ ক্লিক করে Candidate Id, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও Password উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর ড্যাশবোর্ডে আপনি আপনার তথ্য দেখতে পারবেন। এবার সেখান থেকে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ-
ক্যাটেগরি ডিটেইলস আপডেট: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে, কিছু প্রার্থী এখনও ক্যাটেগরি (GEN/SC/ST/OBC/PH/EWS) তথ্য আপলোড করেননি। পরীক্ষার্থী যদি সাধারণ শ্রেণির ও হয়ে থাকে, তবুও প্রার্থীকে এই তথ্য অবশ্যই পূরণ করতে হবে। যদি পরীক্ষার্থীর ক্যাটেগরি ডিটেইলস আপডেট না করা থাকে, তাহলে পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। ক্যাটাগরি ডিটেইলস আপডেট করার পর পরীক্ষার্থীরা প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কেন আবেদন বাতিল হয়েছে: আরও জানানো হয়েছে, যদি কোনো আবেদনকারীর আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে পরীক্ষার্থীরা লগ-ইন করে জানতে পারবেন, কি কারনে আবেদন বাতিল হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শর্ত: নোটিশে বলা হয়েছে, অ্যাডমিট কার্ডে থাকা ফটো ও স্বাক্ষর পরিষ্কার থাকতে হবে এবং তা পরীক্ষার দিনে উপস্থিত পরীক্ষার্থীর চেহারার সাথে যাতে সহজে মিলে যায়। অন্যথায় পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষায় বসতে নাও দিতে পারে। এককথায় প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিন, ফটো ও সিগনেচার ঠিকঠাক রয়েছে কিনা।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট