WBSSC IX-X Interview List Check 2025: কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ, কিভাবে চেক করবেন দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)–এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল (শুক্রবার) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে।

এর আগে ২৪শে নভেম্বর WBSSC নবম-দশম শ্রেণির রেজাল্ট প্রকাশ করেছিল। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল পোর্টালে গিয়ে ইতিমধ্যেই তাদের ফলাফল চেক করে নিয়েছেন।

রেজাল্ট অনুযায়ী প্রার্থীরা জানতে পেরেছেন ৬০ নম্বরের মধ্যে তারা কত নম্বর পেয়েছেন। আগামীকাল প্রকাশিত ইন্টারভিউ লিস্টে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য, তা জানা যাবে। আর ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ে কারা কারা ডাক পাবে ও কাট অব মার্কস কত হতে পারে, তা জানার জন্য প্রতীক্ষায় পরীক্ষার্থীরা।

আপনি যদি নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে কিভাবে আগামীকাল ইন্টারভিউ লিস্ট চেক করবেন? কোন পোর্টাল থেকে সহজেই দেখতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এই তালিকা শুক্রবার সন্ধ্যার পরে বেরোবে। তথ্য যাচাই শুরু হবে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে”।

WBSSC IX X Interview List Online Check 2025 / IX X SLST Interview List Check 2025 / WBSSC IX X Cut Off Result Check

১) সর্বপ্রথম আপনাকে West Bengal School Service Commission এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি আসতে পারবেন।

২) এরপর কমিশনের হোম পেজে থাকা “Result, Intimation Letter for Verification and Intimation Letter for Interview” – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রেজাল্ট চেক করার জন্য উপরে থাকা বক্সে রোল নম্বর ও নাম উল্লেখ করে রেজাল্ট দেখতে পারবেন। আর ইন্টারভিউে ডকুমেন্টস ভেরিফিকেশন ও Cut Off Marks দেখতে Verification Result under 2nd SLST(AT), 2025 Class Level-IX-X লেখার উপরে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার নবম দশম পরীক্ষার এডমিট কার্ডে থাকা রোল নম্বর ও নাম উল্লেখ করে নিচে থাকা ক্যাপচার বসিয়ে Check Result এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে রেজাল্ট ও কাট অফ মার্কস দেখে নিন। এছাড়াও সম্পূর্ণ ইন্টারভিউ এর তালিকাও ডাউনলোড করতে পারবেন, যেখান থেকে সহজেই সকলের নাম দেখতে পারবেন।

WBSSC IX-X Result Check Link:- Check Now

WBSSC Website Link:– Click Now 

WBSSC IX X Interview List PDF Download Link:- Download PDF

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন