উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা (Weather Report)। আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই বিদায় নেবে বর্ষা। সব ঠিকঠাক থাকলে ১৪ বা ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষা সরছে। এদিকে ধীরে ধীরে নিম্নমুখী রাজ্যের তাপমাত্রা। সারাদিনে তা বিশেষ বোঝা না গেলেও, ভোরের দিকে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। রাজ্যের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জেনে নিন।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে (North Bengal)। তবে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে থাকতে পারে হালকা কুয়াশার সম্ভাবনা। তবে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়াই থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।