উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীপুজোতে আবহাওয়া মনোরমই ছিল বঙ্গে। তবে আজ অর্থাৎ ভাইফোঁটার দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Report)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভাইফোঁটার দিন উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার এই জেলাগুলির পাশাপাশি কোচবিহারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৫ দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে এই জেলাগুলিতে। তবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।














