উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটা পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে বঙ্গে। একথা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু তা দুর্যোগের রূপ নেবে না বলেই জানা গিয়েছে (Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া থাকবে মনোরম ও শুষ্ক। তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৫ দিনে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এবার শীতের দেখা কবে মিলবে রাজ্যে, সেই অপেক্ষাতেই রয়েছে বঙ্গবাসী।














