গত দু’চার দিনে তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়া শুকনো থেকেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তবে বৃষ্টির এই বিরাম বেশি দিনের জন্য নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভিজবে দক্ষিণও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের দিকে পুজোর বাজার করতে বেরোনোর পরিকল্পনা থাকলে তাতে ব্যাঘাত ঘটাতে পারে এই বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা নেই।