Weather Update : পুজোয় ঘুরতে যাওয়ার আগে দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নিম্নচাপের চোখ রাঙানি সরতেই জোরকদমে পুজো উদ্যমে মাতোয়ারা বঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাসে হাসি চওড়া হতে বাধ্য রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমীতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্যে। আজ মঙ্গলবার পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কোনও বিরক্তিকর বৃষ্টি বিরতি ছাড়াই দিনভর জমিয়ে চলতে পারে প্যান্ডেল হপিং। তবে বৃষ্টি না হওয়ায় গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা থাকায় দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

গোটা দক্ষিণবঙ্গের মতোই বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। কলকাতাতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ সপ্তমীর দিন, মঙ্গলবারেও মহানগরের আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে। তবে ফের ঘনীভূত নিম্নচাপে অশনি সঙ্কেত আলিপুরের। অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও তার তোড় বাড়বে নবমীতে। উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর।

avilo home

১৫ তারিখ বাড়বে বৃষ্টি। উল্লেখ্য, ১৬ তারিখ থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে বাড়বে বৃষ্টিপাত। পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবার নিম্নচাপ তৈরি হয়ে সেটি শুক্রবার উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে। পুজোর শেষ দুই দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। সম্ভাবনা কম।

শুক্রবার দশমীতে মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে। রবি ও সোমবারে ভারী বৃষ্টির সর্তকতা। ইতিমধ্যেই শিলিগুড়ি, মালদা, শ্রীনিকেতন, মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন