উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর মধ্যে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন উত্তর ওডিশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অবস্থান করছে। গতকাল যে নিম্নচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ছিল, সেটি এদিন সকাল থেকে সরে এসে এই অঞ্চলে স্থিত হয়েছে।
নিম্নচাপের জেরে এদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায় বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায়। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও অংশে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অনেকেই দাবি করছেন, গতকাল রাত থেকে এদিন ভোরের মধ্যে মেঘভাঙা বৃষ্টি হয়েছে কলকাতায়। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বৃষ্টি মেঘভাঙা বৃষ্টি নয়। সাধারণত ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। কলকাতায় রাত ৩টে থেকে ভোর ৪টের মধ্যে, এক ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে (North Bengal Weather Update) কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দু-এক পশলা বৃষ্টি হতে পারে জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।