Weather Update | বৃষ্টির ভ্রূকুটি! ফের হাওয়া বদলের ইঙ্গিত বঙ্গে, কালীপুজো, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। কালীপুজো, ভাইফোঁটায়ও কি বৃষ্টি মাথায় নিয়ে কাটাতে হবে? এই প্রশ্ন এখন আম জনতার মনে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর?

উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প ভরা পূবালি হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তার প্রভাবে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নতুন করে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূল অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

তবে কালীপুজো ও ভাইফোঁটার সময় আকাশ থাকবে সম্পূর্ণ ঝলমলে। সেইসময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালবেলা দু-এক জায়গায় সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা দেখা দিতে পারে, তবে তা মূলত পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই সীমিত থাকবে। বাকি সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন