উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। পুজোয় বৃষ্টি হবে নাকি হবে না? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। তবে পুজোয় যে আবহাওয়া একদম শুকনো থাকবে না, তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরে কিছুটা কমবে বৃষ্টিপাতের পরিমান। মহালয়ার দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন (Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। তবে রবিবারও উত্তরের সব জেলারই দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আগামী শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসই রয়েছে দক্ষিণবঙ্গে।