West Bengal 1966 Old Voter List Download: পশ্চিমবঙ্গের ১৯৬৬ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন – আপনার জেলার দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

West Bengal 1966 Voter List Download: পশ্চিমবঙ্গের ১৯৬৬ সালের পুরনো ভোটার তালিকা খুঁজছেন! কিন্তু কিভাবে পাবেন? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে দেখুন ও পড়ুন। আজকের প্রতিবেদনে আপনাদের জানিয়ে ও দেখিয়ে দেওয়া হয়েছে, কিভাবে ১৯৬৬ সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড (1966 Voter List West Bengal) করবেন।

এখন সহজেই সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে ১৯৬৬ সালের পুরনো ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন। পুরনো ভোটার লিস্ট ডাউনলোড (Old Voter List Download West Bengal) করে দেখে নিন পূর্বপুরুষদের নাম রয়েছে কিনা। নিচের কয়েকটি ধাপ ফলো করে সহজেই ১৯৬৬ সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন।

রাজ্য আর্কাইভ অধিদপ্তরের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে। যেখান পশ্চিমবঙ্গের পুরনো ভোটার তালিকা সাল, জেলা ও বিধানসভা ভিত্তিক প্রকাশ করা হয়েছে। রাজ্য আর্কাইভ অধিদপ্তর (State Archives Department) হচ্ছে এমন একটি সরকারি দপ্তর, যেখানে সরকারের পুরোনো ও গুরুত্বপূর্ণ নথি, রেকর্ড ও দলিল ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়।

পশ্চিমবঙ্গের ১৯৬৬ সালের ভোটার লিস্ট ডাউনলোড – Old Voter List West Bengal 1966 / West Bengal 1966 Voter List Download :-

১৯৬৬ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। প্রথমে আপনাকে জানতে হবে— সংশ্লিষ্ট ভোটার ১৯৬৬ সালে কোন জেলার ও কোন বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে বহু নতুন জেলা গঠিত হলেও, ১৯৬৬ সালে জেলার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তাই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করার সময় সেই সময়কার জেলার নাম ও বিধানসভা এলাকার তথ্য সঠিকভাবে জানা থাকা অত্যন্ত জরুরি। তাহলে এখন দেখে নিন কিভাবে পুরনো ভোটার তালিকা ডাউনলোড করবেন –

১) প্রথমে আপনাকে নিচে উল্লেখিত জেলা ও সাল বেঁছে নিতে হবে। এরপর জেলার পাশে থাকা ডাউনলোডে (Download) ক্লিক করুন।

২) পরবর্তী পেজে জিমেইল সিলেক্ট করে Ok করুন। যেহেতু ফাইল গুলো Google Drive এ আপলোড রয়েছে।

৩) এরপর পরবর্তী পেজ থেকে বিধানসভা খুঁজে নিন।এরপর ফাইলটি ওপেন করুন। এখন ডাউনলোড করে দেখে নিন পূর্বপুরুষদের নাম। মনে রাখবেন, মোবাইল ফোনে কিছু জেলার লিস্ট ডাউনলোড করতে সমস্যা হতে পারে। অবশ্যই সেই সকল জেলার লিস্ট ডাউনলোড করার জন্য কম্পিউটার বা লেপটপ ব্যবহার করুন।

পশ্চিমবঙ্গের ১৯৬৬ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক / Old Voter List West Bengal 1966 / West Bengal 1966 Voter List Download

 

এছাড়াও আপনি Directorate of State Archives এর চালু করা পোর্টাল থেকে পুরনো ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট সহজেই ডাউনলোড করতে পারবেন। আর বিস্তারিত জানতে৷ অবশ্যই Directorate of State Archives এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন