West Bengal 2025 Voter List Download PDF: পশ্চিমবঙ্গের ২০২৫ ভোটার তালিকা ডাউনলোড করে নাম দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

২০২৫ সালের খসড়া ভোটার লিস্ট (Voter Draft Roll) প্রকাশিত হয়েছে।  এখন নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটারদের জানানো হয়েছে, নিজেদের নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে।

এই খসড়া ভোটার লিস্ট ডাউনলোড (Voter List 2025 Download West Bengal) করে খুব সহজেই দেখে নেওয়া যাবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। যদি দেখা যায় যে খসড়া ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে নাম তোলার সুযোগও রয়েছে।

খসড়া ভোটার লিস্টে নাম না থাকলে, প্রয়োজনীয় নথি সহ ফর্ম ৬ পূরণ করে অফলাইনে বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে আবেদন জানাতে হবে।  পাশাপাশি, চাইলে অনলাইনে Form 6 আবেদন করেও নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করা যাবে।

কিভাবে ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন – West Bengal 2025 Voter List PDF Download 

১) সর্বপ্রথম আপনাকে নিচে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা বেঁছে নিন।  এরপর জেলার পাশে ডাউনলোডে ক্লিক করুন।

২) পরবর্তী পেজে রাজ্য, জেলা, বিধানসভা, কোন ভাষায় ভোটার লিস্ট চাচ্ছেন তা সিলেক্ট করুন।

৩) এরপর আপনার বিধানসভার অন্তর্গত সকল ভোট কেন্দ্র নিচে দেখতে পারবেন।  এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা বক্সে টিক মার্ক করুন।

৪) এরপর উপরে থাকা Download Selected PDF এ ক্লিক করে, ভোটার লিস্ট PDF Download করে দেখে নিন কাদের নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে।  এছাড়াও আপনার বুথের বুথ লেভেল অফিসার (BLO) এর কাছ থেকেও ভোটার খসড়া লিস্টে নাম রয়েছে কিনা দেখতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন