ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে পারে? জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটার SIR ফর্ম ফিলাপ, তা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। ভোটাররা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে ভোটার গণনার ফর্ম পূরণ করতে পারবেন।
কাদের ভোটার SIR ফর্ম পূরণ করতে হবে? কাদের ভোটার এসআইআর ফর্ম পূরণ করতে হবে না?
যেসকল নাগরিকের হাতে ভোটার কার্ড রয়েছে, তাদের সকলকে ভোটার এনুমেরেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করতে হবে। এছাড়াও যেসকল ভোটার নতুন ভোটার কার্ড আবেদন করেছে কিন্তু ভোটার কার্ড হাতে পায়নি, তবে ২০২৫ এর ভোটার লিস্টে নাম রয়েছে, তাদেরও ভোটার এনুমেরেশন ফর্ম জমা করতে হবে। তবে যাদের বয়স ১৮ বছরের কম তাদের ভোটার SIR ফর্ম পূরণ করতে হবে না। এছাড়াও যাদের বয়স ১৮ বছর কিংবা তার বেশি এখনো ভোটার কার্ড তৈরি করেনি, তাদেরও ভোটার SIR ফর্ম পূরণ করতে হবে না। তবে তারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
ভোটার SIR থেকে কাদের নাম বাদ পড়বে?
ভারতীয় নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ প্রকাশ করবেন নির্বাচন কমিশন ৭ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে (West Bengal Final Voter List 2026)। ভোটার এসআইআরে কাদের নাম বাদ পড়বে –
১) মৃত ব্যক্তি – যেসকল ভোটারের মৃত্যু হয়েছে, তাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়বে।
২) স্থানান্তরিত ভোটার – যেসকল ভোটার এক জায়গা থেকে অন্য নতুম জায়গায় বসবাস করছেন, তাদের নাম বাদ পড়বে। অর্থাৎ তাদের নতুন জায়গায় ভোটার লিস্টে নাম উঠবে, তবে পুরনো জায়গায় থাকা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ পড়বে।
৩) ডকুমেন্ট নেই – যেসকল ভোটারের কোনোরকম নথি নেই, তাদের নাম কোনো কারনবশত ভোটার লিস্ট নাম ঢুকেছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। অর্থাৎ যেসকল ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে, তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ থেকে বাদ যাবে।
৪) ফর্ম না জমা দিলে – যেসকল ব্যক্তির নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে, কিন্তু ভোটার এসআইআর ফর্ম পূরণ করবে না কিংবা অনলাইন আবেদন জমা করবে না। তাদের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়বে।
ভোটার SIR – এ কাদের নাম থাকতে পারে?
পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার এসআইআর ফর্ম পূরণের কাজ। আর যা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে যেসকল ভোটারের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের সকলকে এনুমেরেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করে জমা করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, কাদের নাম Voter SIR 2026 থেকে বাদ পড়বে না –
১) ২০০২ সালের ভোটার লিস্টে নাম – যেসকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।
২) উপযুক্ত নথি – যেসকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই কিন্তু উপযুক্ত নথি রয়েছে, তিনি একজন স্থায়ী বাসিন্দা ও ভারতীয় নাগরিক। তাদের নাম ভোটার এসআইআর – এ বাদ যাবে না।
৩) বাবা/মা/ঠাকুমা/ঠাকুরদার নাম – যেসকল ভোটারের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। সেই সকল ভোটারের বাবা, মা, ঠাকুরদা কিংবা ঠাকুমা – এই চার জনের মধ্যে একজনের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তাদের নামও ভোটার এসআইআর এ বাদ যাবে না।
অর্থাৎ নির্বাচন কমিশন চাচ্ছে নির্ভুল একটি স্বচ্ছ ভোটার লিস্ট। যেখানে শুধুমাত্র ভারতীয় নাগরিক ও সংশ্লিষ্ট রাজ্যের একজন স্থায়ী বাসিন্দার নামই ভোটার তালিকায় তুলতে।














