আগামী মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার লিস্টে (West Bengal Draft Roll) আপনার নাম আছে নাকি নেই? কিভাবে চেক করবেন খসড়া ভোটার লিস্টে (Voter Draft Roll) নাম জানিয়ে দিলো কমিশন। আপনি ৪টি ধাপ অনুসরণ করে খসড়া ভোটার লিস্টে নাম চেক করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে খসড়া ভোটার লিস্টে নাম চেক করবেন।
আপনি কিভাবে ১৬ই ডিসেম্বরের প্রকাশিত খসড়া ভোটার লিস্টে নাম চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক –
প্রথম পদ্ধতিঃ অফলাইনে খসড়া ভোটার লিস্ট চেক
নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যক বুথ লেভেল অফিসারকে (BLO) একটি করে খসড়া ভোটার তালিকা দেওয়া হবে। যেসকল ভোটাররা অনলাইনে চেক করতে পারবেন না। সেইসকল ভোটাররা সহজেই তাদের ভোট কেন্দ্রের বুথ লেভেল অফিসারের (BLO) কাছে থেকে খসড়া ভোটার তালিকায় নাম চেক করতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতিঃ অনলাইন ECINET App দিয়ে খসড়া ভোটার লিস্ট চেক
১) সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে ECINET মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড করতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার, নাম বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর হোম পেজে দেখতে পারবেন Draft Roll West Bengal – এখানে ক্লিক করে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে নাম চেক করতে পারবেন।
ECINET Mobile App Download Link:- Download Now
তৃতীয় ধাপঃ Voter Service Poratl থেকে খসড়া ভোটার তালিকা চেক
১) সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালে (voters.eci.gov.in) আসুন।
২) এরপর হোম পেজের মধ্যেই দেখতে পারবেন – দুটো অপশন। একটি Search Your Name In Draft Roll অপরটি Download SIR Drat Roll West Bengal।
৩) Search Your Name In Draft Roll এ ক্লিক করে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করতেই দেখতে পারবেন, খসড়া ভোটার লিস্টে নাম রয়েছে কিনা।
Voter Service Portal Draft Roll Name Check Link:- Click Now
চতুর্থ ধাপঃ পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল থেকে খসড়া ভোটার লিস্ট চেক
১) সর্বপ্রথম আপনাকে CEO West Bengal এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর হোম পেজেই পেয়ে যাবেন – West Bengal SIR Draft Roll 2026 – সেখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে নিন, আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা।
CEO West Bengal Voter Draft Roll Name Check Link:- Click Now
খসড়া ভোটার লিস্টে (Voter Draft Roll) নাম না থাকলে কি করতে হবে?
খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম–৬ পূরণ করতে হবে। ফর্ম–৬ এর সঙ্গে Annexure–IV সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। এই আবেদন আপনি সরাসরি আপনার এলাকার বুথ লেভেল আধিকারিক (BLO) – এর কাছে জমা দিতে পারেন। এছাড়াও অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইট কিংবা ECINET মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে।














