West Bengal Voter SIR 2025: পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে ভোটার SIR, কাদের নাম বাতিল হবে? সমস্ত উত্তর দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে ভোটার বিশেষ নিবিড় সংশোধনের (Voter SIR 2025) দিনক্ষন ঘোষণা করেছে। যদি কোনো ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে এবং উপযুক্ত নথি জমা করতে না পারে ভোটার এসআইআর (Voter SIR) ফর্মের সাথে, তাহলে সেই ভোটারের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে।

ভোটার এসআইআর (Voter SIR) কি?

Voter SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার মাধ্যমে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারের নাম, মৃত ভোটারের নাম এবং এক ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকে, একটি রেখে বাকি ভোটার কার্ড বাতিল করাই ভোটার এসআইআর এর মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে শেষবার ২০০২ সালে ভোটার এসআইআর হয়েছে।

পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর কবে থেকে শুরু হবে ও শেষ হবে?

নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার এসআইআর এর কাজ চলবে। এই সময় বুথ লেভেল অফিসার (BLO) প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার এসআইআর ফর্ম (Voter SIR Form) অর্থাৎ এনুমেরেশন ফর্ম পৌঁছে দেবেন।

এনুমেরেশন ফর্ম কারা পাবেন ও Enumeration Form কিভাবে ফিলাপ করবেন?

২০২৫ সালে সংশোধিত ভোটার লিস্টে যেসকল ভোটারের নাম রয়েছে, প্রত্যেক ভোটার পাবেন ভোটার এসআইআর ফর্ম। আর সকল ভোটারের জন্য থাকবে আলাদা আলাদা Voter SIR Enumeration ফর্ম। কেননা, এনুমেরেশন ফর্মে ভোটারের অধিকাংশ তথ্য আগে থেকেই ছাপা থাকবে। যেখানে ভোটারের নাম, ভোটার কার্ড নাম্বার, বিধানসভা নাম, পার্ট নং এছাড়াও থাকবে কিউআর কোড ও ভোটার কার্ডে থাকা ফটো সেই ফর্মে। এরপর বাকি তথ্য যেমন – নাম,আধার নং, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, একটি পাসপোর্ট সাইজের কালার ফটো, অভিভাবকের তথ্য, ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে সেই তথ্য উল্লেখ করে ফর্মটি পূরণ করতে হবে। এরপর একটি ফরম সংশ্লিষ্ট ভোটারের কাছেই থাকবে অপরটি নথি সহকারে বিএলও নিয়ে যাবেন।

ভোটার এসআইআর থেকে কাদের নাম বাদ (Voter SIR Name Cancel) যাবে?

যেসকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই এর পাশাপাশি ভারতীয় নাগরিক হিসেবে উপযুক্ত ডকুমেন্ট দেখাতে পারছেন না, সেই সকল ভোটারের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এছাড়াও যে সকল ভোটার অন্য জায়গায় চলে গিয়েছে এবং মৃত সকল ভোটারের নাম বাদ যাবে। এর পাশাপাশি যাদের নামে দুটো ভোটার কার্ড রয়েছে, তাদের একটি ভোটার কার্ড বাতিল হবে ভোটার এসআইআর এর মাধ্যমে।

ভোটার এসআইআর কি কি নথি (Voter SIR Documents Required) লাগবে?

কমিশনের তরফ থেকে যে নথি চাওয়া হয়েছে, তা হলো – ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করে থাকলে অথবা পেনশন পাচ্ছে, এমন পরিচয়পত্র, ২) ১ জুলাইয় ১৯৮৭ সালের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস,এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি থাকলে দিতে পারবেন, ৩) জন্ম সার্টিফিকেট, ৪) ভারতীয় পাসপোর্ট, ৫) মাধ্যমিক কিংবা তার অধিক কোনও শিক্ষাগত সার্টিফিকেট থাকলে দিতে পারবেন, ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট, ৮) জাতিগত শংসাপত্র অর্থাৎ SC/ST/OBC সার্টিফিকেট, ৯) নাগরিকদের ন্যাশনাল রেজিস্ট্রার (NRC) যেখানে প্রযোজ্য, ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, ১১) সরকারের দেওয়া জমি অথবা বাড়ির দলিল, ১২) এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে এই ১১টি নথির যে কোনও একটি দিতে হবে।

কাদের ভোটার এসআইআর এ নথি (Voter SIR Documents) জমা করতে হবে না?

যেসকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের অতিরিক্ত কোনো নথি জমা করতে হবে না। এছাড়াও বাবা ও মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকলেও দিতে হবে না অতিরিক্ত নথি। এছাড়াও জন্ম তারিখ অনুযায়ী কাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন –

জন্ম ০১/০৭/১৯৮৭ সালের আগে হলে –

নিজের – শুধুমাত্র নিজের উপরে উল্লেখিত নথির মধ্যে একটি নথি দিতে হবে, তা জন্মের প্রমাণ কিংবা বসবাসের প্রমাণপত্র হতে পারে। আর যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই পেজের জেরক্স জমা করলেই হবে, অতিরিক্ত ডকুমেন্ট এর দরকার পরবে না।

জন্ম ০১/০৭/১৯৮৭ সাল থেকে ০২/১২/২০০৪ সালের মধ্যে –

নিজের – ভোটারের উপরে উল্লেখিত নথির মধ্যে যেকোনো ১ টি নথি জমা করতে হবে। কিংবা ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে, দিতে হবে না অতিরিক্ত নথি।

বাবা অথবা মা – এই সালের মধ্যে জন্ম হলে, বাব কিংবা মা যেকোনো একজন ব্যক্তির উপরে উল্লেখিত নথির মধ্যে ১ টি নথি জমা করতে হবে। এছাড়াও ২০০২ সালের ভোটার লিস্ট বাবা অথবা মা যেকোনো ১ জনের নাম থাকলে, সেই পেজের জেরক্স দিলেও হয়ে যাবে। এরফলে অতিরিক্ত নথির দরকার পরবে না।

জন্ম ০২/১২/২০০৪ সালের পরে হলে –

নিজের – ভোটারের নিজস্ব একটি জন্মের প্রমাণ পত্র কিংবা বসবাসের প্রমাণপত্র দিতে হবে। উপরে উল্লেখিত নথির মধ্যে।

বাবার – ভোটারের বাবার ১টি নথি দিতে হবে উপরে উল্লেখিত ডকুমেন্ট এর মধ্যে। যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে সেই পেজের জেরক্স জমা করলেও হবে। এরফলে অতিরিক্ত বাবার ডকুমেন্ট এর দরকার পরবে না।

মায়ের – ভোটারের বাবার পাশাপাশি মায়েরও একটি নথি জমা করতে হবে, যদি ০২/১২/২০০৪ সালে পরে জন্ম হয়ে থাকে। উপরে উল্লেখিত নথির মধ্যে যেকোনো ১ টি নথি দিতে হবে মায়ের। এছাড়াও ২০০২ সালের ভোটার লিস্টে মায়ের নাম থাকলে, সেই পেজের জেরক্স জমা করতে পারবেন। এরফলে অতিরিক্ত নথির দরকার পরবে না।

২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন – 2002 Voter List Download West Bengal

সিইও দফতেরের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শেষ এসআইআর (Voter SIR 2002) এর ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জেলা, ভিত্তিক ও বিধানসভা অনুযায়ী ২০০২ সালে কোন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছে ভোটার, সেই তথ্য দিয়ে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Saler Voter List Download) করা যাবে। এছাড়াও নিচে উল্লেখিত জেলার পাশে থাকা ডাউনলোডে ক্লিক করে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন নাম।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক – 

ক্রমিক নং জেলার নাম ডাউনলোড লিংক
বাঁকুড়া Download
বীরভূম Download
কোচবিহার Download
দক্ষিণ চব্বিশ পরগনা Download
দার্জিলিং Download
হুগলি Download
হাওড়া Download
জলপাইগুড়ি Download
ঝাড়গ্রাম Download
১০ কলকাতা উত্তর Download
১১ মালদা Download
১২ মুর্শিদাবাদ Download
১৩ নদীয়া Download
১৪ উত্তর চব্বিশ পরগনা Download
১৫ পূর্ব বর্ধমান Download
১৬ পূর্ব মেদিনীপুর Download
১৭ পশ্চিম মেদিনীপুর Download
১৮ পুরুলিয়া Download
১৯ উত্তর দিনাজপুর Download
২০ দক্ষিণ দিনাজপুর Download
২১ কলকাতা দক্ষিণ Download

ভোটার এসআইআর এ অংশগ্রহণ না করলে কি হবে?

যদি কোনো ভোটার এসআইআর এ অংশগ্রহণ না করে অর্থাৎ এসআইআর ফর্ম পূরণ না করে ও উপযুক্ত নথি জমা না করে, তাহলে সেই ভোটারের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাতিল হবে। এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে সেই ভোটার ভোট দিতে পারবেন না। এছাড়াও ভোটার কার্ড দিয়ে পাওয়া সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন সেই সব ভোটার। তাই ভোটার তালিকায় নাম তোলার জন্য অবশ্যই ভোটার এসআইআর এ অংশগ্রহণ করতে হবে সকল ভোটারদের।

ভোটার এসআইআর ফর্ম অনলাইন (Voter SIR Online Form Fill Up West Bengal) পূরণ করা যাবে?

আগামী ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এসআইআর এর ফর্ম পূরণ প্রক্রিয়া। এই সময় অফলাইনের পাশাপাশি যারা বাইরে কাজে রয়েছেন কিংবা বিভিন্ন কারনে বাড়িতে নেই। সেই সকল ভোটারেরা অনলাইন নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন ভোটার SIR ফর্ম পূরণ করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে।

নতুন ভোটার কার্ড আবেদন ও ভোটার কার্ড সংশোধন করা যাবে?

যাদের বয়স ১৮ বছর কিংবা তার উর্ধ্বে কিন্তু ভোটার কার্ড আবেদন করেননি, তারা ভোটার এসআইআর ফর্ম পাবেন না। কিন্তু তারা ফরম ৬ পূরণ করে নতুন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, তার জন্য উপরে উল্লেখিত নথি থাকতে হবে জন্ম তারিখ অনুযায়ী। এছাড়াও যেসকল ভোটারের ভোটার কার্ডে কোনো তথ্য ভুল রয়েছে, তারা ভোটার এসআইআর ফর্মের সঙ্গে নতুম ফর্ম ৮ পূরণ করে ভোটার কার্ড সংশোধন কিংবা স্থানান্তর করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন