পশ্চিমবঙ্গের জেলা, বিধানসভা ও ভোট কেন্দ্র ভিত্তিক খসড়া ভোটার তালিকার সম্পূর্ণ PDF লিস্ট প্রকাশিত হলো। খসড়া ভোটার তালিকায় আপনার নাম ও পরিবারের অন্যান্য ভোটারদের নাম রয়েছে কিনা, তা সহজেই চেক করতে পারবেন। কমিশনের ভোটার সার্ভিস ওয়েব পোর্টালের পাশাপাশি মোবাইল অ্যাপ ব্যবহার করেও, খসড়া ভোটার লিস্ট ডাউনলোড (Voter Draft Roll PDF Download) করে জানতে পারবেন, খসড়া ভোটার লিস্টে নাম উঠেছে কিনা।
পশ্চিমবঙ্গে ৪ঠা নভেম্বর ২০২৫ থেকে ১১ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হয়েছে ভোটার এসআইআর (Voter SIR)। কমিশন জানিয়ে দিয়েছিল ১৬ই ডিসেম্বর ২০২৫, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ঠিক সেই মত মঙ্গলবার বিধানসভা ও বুথ ভিত্তিক খসড়া ভোটার লিস্ট (Voter SIR Draft Roll 2026 PDF Download West Bengal) প্রকাশ করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুথ ভিত্তিক খসড়া ভোটার লিস্টের সম্পূর্ণ PDF কিভাবে ডাউনলোড করবেন।
খসড়া ভোটার লিস্টে (Voter SIR Draft Roll PDF List) কাদের নাম উঠেছে সেই লিস্ট প্রকাশের পাশাপাশি খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাতিল হয়েছে, তাদের একটি আলাদা বাতিল তালিকাও (West Bengal Cancel Voter List PDF Download) প্রকাশ করেছে কমিশন। এই তালিকাগুলি বিধানসভা ও বুথভিত্তিক আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে।
খসড়া ভোটার লিস্টে (West Bengal Draft Roll PDF Download) আপনার নাম উঠেছে কিনা, তা খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। ৩টি ধাপে অনলাইনে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা যাচাই করা যাবে, তা আগেই জানিয়ে দিয়েছে কমিশন।
নিচে প্রতিবেদনে ৩টি পদ্ধতিই ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি ধাপ অনুসরণ করে খসড়া ভোটার লিস্টে নাম চেক করে নিন। এর পাশাপাশি জেলা, বিধানসভা ও বুথ ভিত্তিক সম্পূর্ণ খসড়া PDF ভোটার লিস্ট ডাউনলোড (Voter Draft List PDF Download) করে দেখে নিন – আপনার বুথে কাদের কাদের নাম খসড়া ভোটার লিস্টে উঠলো।
প্রথম ধাপঃ– CEO West Bengal পোর্টাল
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর CEO West Bengal এর অফিসিয়াল পোর্টালে হোম পেজে Latest News এর মধ্যে থাকা SIR Draft Roll 2026 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে জেলার ও বিধানসভা নাম সিলেক্ট করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন। এরপর ভোটা কেন্দ্র বা বুথের নাম খুঁজে নিয়ে পাশে থাকা বক্সে টিক মার্ক করুন।
৪) এরপর Download SIR Draft Roll for Full AC তে ক্লিক করতেই আপনার সামনে উক্ত বুথের যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, সকলের নাম চলে আসবে।
CEO West Bengal SIR Draft Roll 2026 Download Link: PDF Download
দ্বিতীয় পদ্ধতিঃ Voter Service Poratl
১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Download Electoral Roll লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্যে (West Bengal), জেলা, বিধানসভা সিলেক্ট করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন। এরপর নিচে বিধানসভার অন্তর্গত সকল ভোট কেন্দ্র / বুথের নাম চলে আসবে, যেই ভোট কেন্দ্রের লিস্ট চাচ্ছেন তা সিলেক্ট করে উপরে থাকা Download Selected PDF এ ক্লিক করুন।
৫) এরপর আপনার সামনে আপনার বুথের সকল ভোটারের খসড়া তালিকা( SIR Voter Draft PDF) চলে আসবে, এখন দেখে নিন নাম।
তৃতীয় ধাপঃ ECINET Mobile App
১) সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ECINET Mobile App ডাউনলোড করতে হবে। নিচের লিংকেও ক্লিক করে সরাসরি App টি ডাউনলোড করতে পারবেন।
২) ECINET মোবাইল অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করুন। এরপর অ্যাপের হোম পেজে থাকা Search Your Name In Voter List এখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ভোটার কার্ড নম্বর অধবা নাম ও ঠিকানা কিংবা মোবাইল নম্বর যেকোনো একটি সিলেক্ট করে চেক করতে পারবেন। সহজ পদ্ধতি হলো Search By Voter ID/EPIC সিলেক্ট করে নিচে ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করলেই খসড়া ভোটার লিস্টে নাম থাকলে নিচে তথ্য চলে আসবে। আর খসড়া লিস্টে নাম না থাকলে, নিচে No Result Found দেখাবে।
Voter ECINET Mobile App Download Link:- Download
উপরে উল্লেখিত পদ্ধতি ফলো করার পরও ডাউনলোড করতে না পারলে, আপনার বুথের বুথ লেভেল অফিসার (BLO) এর সাথে যোগাযোগ করুন কিংবা BLA এর সাথে। তাদের কাছে আপনার বুথের সম্পূর্ণ খসড়া ভোটার PDF লিস্ট রয়েছে, সেখান থেকে সহজেই নাম দেখে নিতে পারবেন।
খসড়া ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ গেলো, দেখুন PDF লিস্ট ডাউনলোড করে – ডাউনলোড করুন














