Whatsapp-এ এলো নতুন ফিচার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে :-  বিটা ভার্শনে হোয়াটস্যাপ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। ফেসবুকের মালিকানাধীন এই সংস্থাটি কত কয়েক বছরে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছিলো। তবে এইবার যে নতুন ফিচার নিয়ে এসেছে সেটি বর্তমান বিটা ভার্শনে না পাওয়া গেলেও আশা করা হচ্ছে পরবর্তী বিটা ভার্শনে পাওয়া যাবে। হোয়াটস্যাপের বিটা ভার্শনের সমস্ত নতুন ফিচার এবং তাদের আপডেট   WABetaInfo -এর ওয়েবসাইটিটিতে  সবসময় পাওয়া যায়।

এই ওয়েবসাইট টি থেকে পাওয়া নতুন তথ্য অনুযায়ী হোয়াটস্যাপের বিটা ভার্শনে যে নতুন ফিচারটি এসেছে সেটি হলো ভিডিও সংক্রান্ত। ব্যবহারকারীরা কোনো ভিডিও কাউকে ফরওয়ার্ড করার আছে ভিডিওটির শব্দকে মিউট করে দুটি পারবে। অন্যদুটি জনপ্রিয় সামাজিক প্লাটফৰ্ম টুইটার এবং ইনস্টাগ্রামেও এইরকম বৈশিষ্ট্য পাওয়া যায়।

আশা করা হচ্ছে এই নতুন ফিচারটি প্রেরকের নিজস্ব ডিভাইসে রেকর্ডেড ভিডিও অথবা ফরোয়ার্ডের কোনো ভিডিও উভয় ক্ষেত্রেই কাজ করবে। এই ওয়েবসাইট টি থেকে আরো জানা গেছে যে ভিডিওর লেংথ কমানো বাড়ানোর উপায়ও নতুন এই ফিচারটিতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভিডিওটি চলাকালীন ভিডিওর টাইমলাইনে একটি অডিও আইকন যুক্ত করা হয়েছে যার সাহায্যে ভিডিও চলাকালীন অডিও বন্ধ কিংবা চালু করা যাবে।

lady comfy

আরো পড়ুন :-  PUBG-এর পরে ভারতে ফিরবে Tiktok

এর আগে হোয়াটস্যাপ বহু প্রত্যাশিত ‘disappearing message’ ফিচারটি নিয়ে এসেছে। এই নতুন ফিচারের সাহায্যে একটা সময়ের পরে প্রেরক যে মেসেজ পাঠিয়েছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। কোম্পানির তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে ৭ দিন পরে মেসেজগুলি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এমনকি গ্রূপ চ্যাটেও এই ফিচার পাওয়া যাবে।  গ্রুপ অ্যাডমিন ও এই ফিচার active করতে পারবে।

whatsapp msg

এই ‘disappearing message’ ডেস্কটপ,এন্ড্রোয়েড ভার্শনেও পাওয়া যাবে।  এই নতুন ফিচারে সমস্ত ফটো এবং ভিডিও একসাথে ৭ দিন পরে মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। তবে মেসেজ ডিলিট করার আগে মেসেজের কোনো কপি নিজেদের কাছে রেখে দেওয়া যাবে।

এমনকি প্রেরক যাদের মেসেজ পাঠিয়েছে তারাও মেসেজগুলি ডিলিট হয়ে যাওয়ার আগে নিজেদের কাছে রেখে দিতে পারবে। কোনো ব্যবহারকারী যদি ৭ দিনের আগে মেসেজ খুলতে না পারে তাহলে মেসেজ আপনি থেকেই ডিলিট হয়ে যাবে।

Highlights

১. হোয়াটস্যাপ ভিডিওর জন্য নতুন ফিচার নিয়ে এলো বিটা ভার্শনে। 

২. কিছুদিন আগে হোয়াটস্যাপ মেসেজ সংক্রান্ত আরো একটি নতুন ফিচার যোগ করেছে 

#whatsapp|#tech

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন