Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জন্মাষ্টমীর উত্সব এগিয়ে আসছে, ভক্তদের মধ্যে উদ্দীপনা বেড়েই চলেছে। জন্মাষ্টমী উত্সব ২ দিন ধরে পালিত হবে। আগামী ১৮ অগস্ট থেকে ১৯ অগস্ট পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমীর দিনে ধ্রুব নামক বৃদ্ধি ও যোগের একটি শুভ যোগ রয়েছে। এই কারণেই এবারের জন্মাষ্টমীকে বিশেষ বলে মনে করা হচ্ছে। জন্মাষ্টমীর দিন কী কী ব্যবস্থা গ্রহণ করা শুভ হবে দেখে নিন —
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
১৭ অগস্ট সকাল ৮.৫৭ মিনিট থেকে বৃদ্ধি যোগ শুরু হয়েছে। যা থাকবে ১৮ অগস্ট রাত ৮.৪২ মিনিট পর্যন্ত চলবে। ধ্রুব যোগ ১৮ অগস্ট সকাল ৮.৪১ মিনিট থেকে শুরু হবে। চলবে ১৯ অগস্ট রাত ৮.৫৯ মিনিট পর্যন্ত। এই সময় রাধা-কৃষ্ণের পুজোর জন্য শুভ বলে মনে করা হচ্ছে।
১. শুভ যোগের মধ্যে কৃষ্ণের পুজো করা অত্যন্ত মঙ্গলজনক। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এদিন কৃষ্ণকে পানের পাতা অর্পন করুন। এমনটা করলে গৃহে ধন-সম্পদ ও শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়।
২. জন্মাষ্টমীর দিন বাছুরের সঙ্গে গরুর মূর্তি পুজো করুন। গরুর মূর্তির সঙ্গে গোপালঠাকুরেরও পুজো করুন। অনেকেররই সন্তান না হওয়া নিয়ে আফসোস থাকে। সেই সংক্রান্ত সমস্যাও মিটে যায় বলে মনে করা হয়।
৩. জন্মাষ্টমীতে সাতজন মেয়ের মধ্যে সাদা মিষ্টি বা ক্ষীর বিতরণ করুন। চাকরি-ব্যবসা সংক্রান্ত সমস্যা দূর হয়।
৪. শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন জাফরান বা চন্দনে গোলাপ জল মিশিয়ে তিলক লাগান কপালে। এর সঙ্গে গোপী চন্দন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজান। পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায়।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)