Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মানুষকে দেখেই রোগ বলে দেওয়া সম্ভব নয়। শরীরের ভিতর ঠিক কী চলছে, তা সঠিক ভাবে হলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই হয়। তাই রোগ নির্ণয়ের জন্য কিছু টেস্ট করান ডাক্তাররা। সাধারণ রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান, এক্স-রে, এমআরআই-এর মতো টেস্ট করাতে বলেন চিকিৎসকেরা। এতে মোটামুটি যাবতীয় রোগ ধরা পড়ে। কিন্তু এই টেস্টগুলো করানোর আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
আল্ট্রাসাউন্ড করানোর আগে কী করবেন?
তলপেটের আল্ট্রাসাউন্ড করালে ৬-৮ ঘণ্টা খালি পেটে থাকতে হয়। কাকে কতক্ষণ খালি পেটে থাকতে হবে, তা ডাক্তারই বলে দেন। এতে শরীরের ভিতরের অঙ্গের সঠিক ছবি ধরা পড়ে। আবার পেলভিক বা প্রেগন্যান্সির সময় আল্ট্রাসাউন্ড করালে ফুল ব্লাডার দরকার। তখন প্রচুর জল খেতে হয়। ইউরিন না জমা হলে আল্ট্রাসাউন্ড করা হয় না। যে অংশে আল্ট্রাসাউন্ড করা হয়, সেখানে কোনও ক্রিম, লোশন বা পাউডার লাগাবেন না। এতে আল্ট্রাসাউন্ডের তরঙ্গে প্রভাব পড়বে।
এক্স-রে করানোর আগে কী কী করা জরুরি?
এক্স-রে করানোর সময়ে সমস্ত ধাতব বস্তু খুলে রাখুন। কোনও গহনা পরবেন না। যে অংশে এক্স-রে করাবে, সেখানে কাপড়ও রাখা চলবে না। যদিও এই বিষয়ে যেখানে এক্স-রে করাবেন, সেখানেই সাহায্য করবে। এ ছাড়া সে ভাবে কোনও সতর্কতা অবলম্বন করতে হয় না।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, কি কি সুবিধা পাবেন ? জেনে নিন
সিটি স্ক্যান করার আগে কী সতর্কতা অবলম্বন করবেন?
সিটি স্ক্যান করানোর আগে প্রচুর পরিমাণে জল খান। সিটি স্ক্যানের পর প্রস্রাব করুন। এতে শরীর থেকে কনট্রাস্ট ডাই বেরিয়ে যায়। কনট্রাস্ট ডাই হলো এক ধরনের পদার্থ, যা এই ধরনের পরীক্ষার সময় ব্যবহার হয়। যদি কনট্রাস্ট ডাইতে অ্যালার্জি থাকে, তা হলে আগেই এ বিষয়ে চিকিৎসককে জানাবেন।
এমআরআই করার আগে কোন বিষয়ে সতর্ক থাকবেন?
এমআরআই করাতে যাওয়ার আগে সমস্ত ধাতব পদার্থ খুলে রাখুন। অর্থাৎ, কোনও গহনা পরা চলবে না। শরীরের কোনও হাড় ভাঙলে অনেক সময় স্টেনলেস স্টিল বসাতে হয়। আপনার শরীরেও যদি স্টেনলেস স্টিল থাকে, সে ক্ষেত্রেই আগে চিকিৎসককে অবগত করুন।














