WB Govt Jago Scheme 2026: রাজ্য এবং কেন্দ্র সরকার মহিলাদের স্বনির্ভর কোরে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছে। যে প্রকল্প গুলোর মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়। মাসিক ভাতা প্রদানের পাশাপাশি সরকারি ট্রেনিং মাধ্যমে আত্মনির্ভর করে তোলা হয়। রাজ্য সরকারের এই প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্পটির নাম হল লক্ষী ভান্ডার প্রকল্প। এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন। রাজ্য সরকারের লক্ষী ভান্ডার প্রকল্পের সুনাম দেশ-বিদেশ ছড়িয়ে পড়েছে। তাই বর্তমানে ভারতের একাধিক রাজ্যে লক্ষী ভান্ডার প্রকল্পের অনুকরণ নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে।
সামনে পশ্চিমবঙ্গ ২০২৬ বিধানসভা ভোট আর এই ভোটের পূর্বে রাজ্য সরকারের তরফ থেকে নতুন আরেকটি প্রকল্পের সূচনা করা হলো। নতুন এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প’ (Jaago Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ৫০০০ টাকা প্রদান করা হবে। আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের জাগো প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
জাগো প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পটি হল রাজ্য সরকারি প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও আত্ম কর্মসংস্থান বিভাগের (Department of Self Help Group & Self Employment) আওতায় পরিচালিত হয়। এটি মূলত স্বনির্ভর গোষ্ঠী (Self Help Groups — SHGs) ও রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক স্বাবলম্বী করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। জাগো হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা ও স্বনির্ভর গোষ্ঠী-কেন্দ্রিক আর্থিক সহায়তা-ভিত্তিক প্রকল্প, যার মাধ্যমে SHG এর মহিলা সদস্যদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তায় ৫,০০০ টাকা প্রদান করা হয় এবং SHG কে শক্তিশালী করে কর্মসংস্থান ও আয়-উদ্ভাবনে উৎসাহিত করা হয়। তাই যে সমস্ত মহিলারা জাগো প্রকল্পের মাধ্যমে 5000 টাকার সুবিধা পেতে চান তারা নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন জানাতে পারেন।
জাগো প্রকল্পে আবেদন পদ্ধতি:
পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। অনলাইন আবেদনের জন্য সর্বপ্রথম আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরকারি SHG পোর্টালের লিংক shgsewb.gov.in। এই SHG SEWB ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর SHG-র তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর OTP/কনফার্মেশন কোড মোবাইলে আসবে। ই-ফর্ম পূরণ করার সময় SHG এর সদস্যদের তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট বিবরণ ইত্যাদি অনলাইন ফর্ম আপলোড করলে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
অনলাইন ছাড়াও আপনারা চাইলে অফলাইনের মাধ্যমে ও আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তার জন্য আপনাদের নিকটস্থ ব্লক/BDO অফিসে গিয়ে স্থানীয় SHG & SE/সহযোগী অফিসে গিয়ে বাস্তবে আবেদন করতে হবে। উক্ত অফিসে গিয়ে আবেদন ফরম সংগ্রহ করে সেটিকে ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। আবেদনের ফরম পূরণের ক্ষেত্রে সাধারণত অফিস সহকারী আপনাদের রেজিস্ট্রেশনের কাজ সাহায্য করবেন।
প্রয়োজনীয় নথিপত্র:
পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পটি মূলত মহিলাদের নির্ভর করে তোলার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। তাই এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন জানানো যাবে। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদনকারী মহিলাদের নিম্নলিখিত নথিপত্র আবশ্যিক।
১. আবেদনকারী মহিলাদের SHG এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য।
২. আবেদনকারী SHG মহিলা সদস্যদের নাম ও ফোন নম্বর।
৩. আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে আধার/ভোটার/অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
৪. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














